
যতই হাতের সামনে পার্লার থাকুক না কেন রোজকার বাড়ির কাজ, অফিস সামলে পার্লারে যাওয়ার মত সময় কারোর হাতেই থাকে না। শুধু সময় নয় পার্লারে নিয়মিত ভাবে চুলের পরিচর্যা করতে হলে ট্যাঁকেরও জোর থাকা প্রয়োজন।

শুধু তাই নয় সারাদিন পরিশ্রমের পর নিজের যত্ন নেওয়ার সময় অনেকেরই হাতে থাকে না। ঘরোয়া টোটকা আর রোজকার ক্রিম- সিরামে মুখের যত্ন নেওয়া হলেও চুলের সেভাবে যত্ন নেওয়া হয় না।

চুল ভাল রাখা কঠিন কাজ একেবারেই নয়। শুধুমাত্র ঠিক ভাবে যত্ন নিতে হয়। ঠিক ভাবে যত্ন না নিলে চুল নষ্ট হবেই। রোজ বাড়ির বাইরে বেরনোর পর ধূলো, দূষণে সবচাইতে বেশি ক্ষতি হয় চুলেরই।

তবে চুল ভাল রাখতে কিছু নিয়ম মানতেই হবে। সপ্তাহে অন্তত একদিন তেল গরম করে চুলে লাগান। নারকেল তেলের মধ্যে মেথি,কারিপাতা, জবাফুল দিয়ে ফুটিয়ে ছেঁকে নিতে হবে। এরপর সেই তেল চুলে লাগান, চুল কালো হবে।

আর রাতে তেল লাগিয়ে পরদিন সকালে সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। আর তাই শ্যাম্পু কেনার আগে সতর্ক থাকুন। বেশি ক্ষার রয়েছে এমন শ্যাম্পু ব্যবহার করবেন না। মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন

শ্যাম্পু করে চুল ধুয়ে ভাল করে কন্ডিশনার লাগান। তবে কন্ডিশনার যাতে ভাল করে ধোওয়া হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে। কন্ডিশনার যদি চুলের গোড়ায় থেকে যায় তাহলে সেখান থেকে খুশকি হতে পারে।

চুল ধুয়ে মুছে ওই ভেজা অবস্থাতেই সিরাম লাগান। এতে চুল সিল্কি হবে সহজে ছিঁড়ে যাবে না। আমরা যে আবহাওয়াতে থাকি সেখানে চুলের জন্য ডিপ কন্ডিশনিং খুব জরুরি। নিয়মিত ভাবে এই রুটিন মানতে পারলে চুল ভাল থাকবেই

তবে চেষ্টা করবেন ড্রায়ার দিয়ে চুল শুকনো না করার। এতে চুল বেশি রুক্ষ্ম হয়ে যায়। আর নারকেলের দুধ, অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে বাড়িতেই কন্ডিশনার বানিয়ে নিতে পারেন