
শসার টুকরো ব্যবহার করতে পারেন - যে সকল ব্যক্তিরা ডার্ক সার্কেলের সমস্যায় ভুগছেন, তাঁরা শসার টুকরো চোখের উপর ১০–১৫ মিনিট রাখলে ত্বকের ফোলাভাব কমে ও রক্ত সঞ্চালন বাড়ে। সেই সঙ্গে ডার্ক সার্কেলের সমস্যা ধীরে ধীরে কমে।

ঠান্ডা দুধের প্যাড ব্যবহার - কটন প্যাড ঠান্ডা দুধে ভিজিয়ে চোখের উপর রাখতে পারেন। এর ফলে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে এবং ধীরে ধীরে চোখের নীচের কালি হালকা হয়ে যাবে।

গোলাপজল ব্যবহার - গোলাপজল প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে। তুলোর টুকরো গোলাপজলে ভিজিয়ে চোখের উপর রাখলে চোখের ক্লান্তি দূর হয়ে যায়।

অ্যালোভেরা জেল - অ্যালোভেরা জেল যে কারও ত্বককে আর্দ্র রাখে ও শীতল করে। চোখের নীচে হালকা হাতে অ্যালোভেরা জেল ম্যাসাজ করলে ডার্ক সার্কেল কমে যায়।

আলুর রস - কাঁচা আলুর রসে ব্লিচিং উপাদান থাকে। যা ডার্ক সার্কেল হালকা করতে সাহায্য করে। তুলো দিয়ে রস লাগিয়ে ১৫ মিনিট রাখুন।

নারকেল তেল - প্রাকৃতিক ময়েশ্চরাইজার হিসেবে নারকেল তেল চোখের চারপাশের ত্বককে নরম করে এবং ধীরে ধীরে কালচে ভাব কমায়।

গ্রিন টি ব্যাগ - ব্যবহৃত গ্রিন টি ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করে চোখের উপর রাখুন। এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বককে উজ্জ্বল করে।

পর্যাপ্ত ঘুম - প্রতিদিন অন্তত ৭–৮ ঘণ্টা ঘুমের অভ্যাস করতে হবে। এটি ডার্ক সার্কেল কমানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। সেইসঙ্গে সুষম খাদ্যগ্রহণ করতে হয় ও পর্যাপ্ত জল পান করতে হবে।