Indian Railway: বৈষ্ণোদেবীর জন্য চালু হচ্ছে স্পেশাল ট্রেন, সময়সূচি জেনে নিন

Sukla Bhattacharjee |

Jun 30, 2024 | 3:23 PM

Delhi to Vaishno Devi Special Train Timetable: পর্যটকদের সুবিধার জন্য ইতিমধ্যে দিল্লি থেকে সরাসরি বৈষ্ণোদেবী অর্থাৎ কাটরা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালু করেছে ভারতীয় রেল। এবার আরও একটি স্পেশাল ট্রেন চালু হতে চলেছে। এই ট্রেন কবে, কোন স্টেশন থেকে, কখন ছাড়ছে বিস্তারিত জেনে নিন।

1 / 8
কাশ্মীর ভ্রমণ বা বৈষ্ণোদেবী, অমরনাথ দর্শন অনেকেরই স্বপ্ন। বিশেষত, জুন-জুলাই মাসে অমরনাথ যাত্রা শুরু হলে কাশ্মীর থেকে বৈষ্ণোদেবীর পর্যটকের সংখ্যা অতিরিক্ত বাড়ে

কাশ্মীর ভ্রমণ বা বৈষ্ণোদেবী, অমরনাথ দর্শন অনেকেরই স্বপ্ন। বিশেষত, জুন-জুলাই মাসে অমরনাথ যাত্রা শুরু হলে কাশ্মীর থেকে বৈষ্ণোদেবীর পর্যটকের সংখ্যা অতিরিক্ত বাড়ে

2 / 8
পর্যটকদের সুবিধার জন্য ইতিমধ্যে দিল্লি থেকে সরাসরি বৈষ্ণোদেবী অর্থাৎ কাটরা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালু করেছে ভারতীয় রেল। এবার আরও একটি স্পেশাল ট্রেন চালু হতে চলেছে

পর্যটকদের সুবিধার জন্য ইতিমধ্যে দিল্লি থেকে সরাসরি বৈষ্ণোদেবী অর্থাৎ কাটরা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালু করেছে ভারতীয় রেল। এবার আরও একটি স্পেশাল ট্রেন চালু হতে চলেছে

3 / 8
অমরনাথ যাত্রার সময় বৈষ্ণোদেবী মন্দিরও পুণ্যার্থীর সংখ্যা বাড়ে। ফলে এই সময়ে শ্রীনগর, কাটরাগামী ট্রেনগুলিতে অতিরিক্ত ভিড় হয়। ট্রেনের অতিরিক্ত ভিড় কমাতে ও পুণ্যার্থীদের সুবিধা দিতেই বিশেষ ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ

অমরনাথ যাত্রার সময় বৈষ্ণোদেবী মন্দিরও পুণ্যার্থীর সংখ্যা বাড়ে। ফলে এই সময়ে শ্রীনগর, কাটরাগামী ট্রেনগুলিতে অতিরিক্ত ভিড় হয়। ট্রেনের অতিরিক্ত ভিড় কমাতে ও পুণ্যার্থীদের সুবিধা দিতেই বিশেষ ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ

4 / 8
বৈষ্ণোদেবীর জন্য এই স্পেশাল ট্রেনটি দিল্লি থেকে চলবে। অর্থাৎ দিল্লি-কাটরা আপ-ডাউন করবে ট্রেনটি আপাতত এক মাসের জন্য সপ্তাহে দু-দিন ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে

বৈষ্ণোদেবীর জন্য এই স্পেশাল ট্রেনটি দিল্লি থেকে চলবে। অর্থাৎ দিল্লি-কাটরা আপ-ডাউন করবে ট্রেনটি আপাতত এক মাসের জন্য সপ্তাহে দু-দিন ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে

5 / 8
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

6 / 8
দিল্লি-কাটরা স্পেশাল ট্রেনটি মাঝে অনেকগুলি স্টেশনে থামবে। স্টেশনগুলির মধ্যে রয়েছে- সোনিপত, কুর্নুল, কুরুক্ষেত্র, আম্বালা ক্যান্টনমেন্ট, ধান্ধারি কালান, জলন্ধর ক্যান্টনমেন্ট, পাঠানকোটের মতো স্টেশন।  অর্থাৎ যাত্রীরা এই স্টেশনগুলিতেও নামতে পারবেন

দিল্লি-কাটরা স্পেশাল ট্রেনটি মাঝে অনেকগুলি স্টেশনে থামবে। স্টেশনগুলির মধ্যে রয়েছে- সোনিপত, কুর্নুল, কুরুক্ষেত্র, আম্বালা ক্যান্টনমেন্ট, ধান্ধারি কালান, জলন্ধর ক্যান্টনমেন্ট, পাঠানকোটের মতো স্টেশন। অর্থাৎ যাত্রীরা এই স্টেশনগুলিতেও নামতে পারবেন

7 / 8
দিল্লি-কাটরা স্পেশাল ট্রেনটি প্রতি রবি ও বুধবার দিল্লি থেকে কাটরার উদ্দেশ্যে ছাড়বে। দু-দিনই ট্রেনটি রাত ১১.৪৫ টায় দিল্লি থেকে ছাড়বে এবং পরদিন সকাল ১১.৪০ টায় কাটরা পৌঁছবে

দিল্লি-কাটরা স্পেশাল ট্রেনটি প্রতি রবি ও বুধবার দিল্লি থেকে কাটরার উদ্দেশ্যে ছাড়বে। দু-দিনই ট্রেনটি রাত ১১.৪৫ টায় দিল্লি থেকে ছাড়বে এবং পরদিন সকাল ১১.৪০ টায় কাটরা পৌঁছবে

8 / 8
স্পেশাল ট্রেনটি আবার প্রতি সোম ও বৃহস্পতিবার কাটরা থেকে ছাড়বে। দু-দিনই রাত ৯.২০ টায় ট্রেনটি কাটরা স্টেশন থেকে ছাড়বে এবং পরদিন সকাল ৯টায় দিল্লি পৌঁছবে

স্পেশাল ট্রেনটি আবার প্রতি সোম ও বৃহস্পতিবার কাটরা থেকে ছাড়বে। দু-দিনই রাত ৯.২০ টায় ট্রেনটি কাটরা স্টেশন থেকে ছাড়বে এবং পরদিন সকাল ৯টায় দিল্লি পৌঁছবে

Next Photo Gallery