
চামড়া কুঁচকে গেলে দেখতে মোটেও ভাল লাগে না। যদিও একটা বয়সের পর মুখের চামড়া কুঁচকে যায় এটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া।

আর এই কুঁচকে যাওয়া আটকে দিতেই অনেকে নিয়মিত ফেসিয়াল করেন। ফেস ম্যাসাজ খুবই জরুরি। এতে মুখে রক্তচলাচল খুব ভাল হয়।

রক্তচলাচল যত ভাল হয় মুখ তত ভাল থাকে। তবে মুখে যত বেশি কেমিক্যাল ব্যবহার করা হবে তত দ্রুত চামড়া কুঁচকে যাবে। এর জন্য বলা হয় নাইট ক্রিম ব্যবহার করতে।

অনেক সময় দামের জন্য সবার পক্ষে নাইট ক্রিম ব্যয়বহার করা সম্ভব হয় না। এক্ষেত্রে এভাবে কাজে লাগাতে পারেন কোলা আর সাবান।

বাজার চলতি কালো কোলার মধ্যে যে কোনও নরম ফেস সাবান কুরে ভাল করে মিশিয়ে দিন যতক্ষণ পর্যন্ত না সাবান গলে যায়। সাবান খুব ভাল করে মিশে গেলে পুরো মিশ্রণটি লো ফ্লেমে ভাল করে ফুটিয়ে নিন

ঘন ঘন নাড়তে থাকুন যাতে তা তলায় বসে না যায়। এবার তা বেশ ঘন হয়ে ক্রিমের মত হলে নামিয়ে নিন। এবার এই মিশ্রণ ঠান্ডা করে ওর মধ্যে বড় দু চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে দিতে হবে।

এবার এই মিশ্রণ খুব ভাল করে মুখে, হাতে, পায়ে লাগিয় নিতে হবে। অন্তত ২০ মিনিট দিন শুকনো হতে। শুকনো হলে ইষদুষ্ণ জলে ধুয়ে নিতে হবে।

ভাতের মাড় আর এক চামচ ভাত আগে থেকেই তুলে রাখুন। তা ভাল করে ব্লেন্ড করে একটা ক্রিম বানিয়ে রাখুন। হাতে-মুখে ভাল করে লাগিয়ে ১৫ মিনিট রেখে ভাল করে মুখ ধুয়ে নিলেই হবে।