ফেসিয়াল কিট নাকি প্রাকৃতিক উপাদান, ঘরে বসে ত্বকের জেল্লা ফেরাতে কী ব্যবহার করবেন?

Face Packs for Glowing Skin: চলছে বিয়ের মরশুম। আর আপনার চাই মুখে প্রাকৃতিক গ্লো। অথচ আপনার হাতে পার্লারে গিয়ে ফেসিয়াল করানোর সময়। তাই ভরসা ঘরোয়া টোটকা। কিন্তু ফেসিয়াল কিট ব্যবহার করবেন নাকি প্রাকৃতিক উপাদান? রইল টিপস।

|

Jan 29, 2024 | 11:42 AM

1 / 8
চলছে বিয়ের মরশুম। আর আপনার চাই মুখে প্রাকৃতিক গ্লো। অথচ আপনার হাতে পার্লারে গিয়ে ফেসিয়াল করানোর সময়। তাই ভরসা ঘরোয়া টোটকা। কিন্তু ফেসিয়াল কিট ব্যবহার করবেন নাকি প্রাকৃতিক উপাদান? রইল টিপস।

চলছে বিয়ের মরশুম। আর আপনার চাই মুখে প্রাকৃতিক গ্লো। অথচ আপনার হাতে পার্লারে গিয়ে ফেসিয়াল করানোর সময়। তাই ভরসা ঘরোয়া টোটকা। কিন্তু ফেসিয়াল কিট ব্যবহার করবেন নাকি প্রাকৃতিক উপাদান? রইল টিপস।

2 / 8
বাজারে অনায়াসে কিনতে পাওয়া যায় ফেসিয়াল কিট। সেই কিটের মধ্যে ক্লিনজার থেকে সানস্ক্রিন সব থাকে। সঙ্গে থাকে ম্যানুয়াল, যা পড়ে আপনি নিজেই ফেসিয়াল করতে নিতে পারবেন। কিন্তু একা হাতে মুখে ম্যাসাজ করা সম্ভব হয় না। তাই ফেসিয়াল কিট ব্যবহার করেও ত্বকে জেল্লা আসে না। 

বাজারে অনায়াসে কিনতে পাওয়া যায় ফেসিয়াল কিট। সেই কিটের মধ্যে ক্লিনজার থেকে সানস্ক্রিন সব থাকে। সঙ্গে থাকে ম্যানুয়াল, যা পড়ে আপনি নিজেই ফেসিয়াল করতে নিতে পারবেন। কিন্তু একা হাতে মুখে ম্যাসাজ করা সম্ভব হয় না। তাই ফেসিয়াল কিট ব্যবহার করেও ত্বকে জেল্লা আসে না। 

3 / 8
রাতারাতি মুখে জেল্লা ফেরানো যায় প্রাকৃতিক উপাদান দিয়ে। হেঁশেলে থাকা সাধারণ উপাদান দিয়ে আপনি ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন। এতে ত্বক উজ্জ্বল হবে এবং ত্বকের সমস্যাও কমবে। 

রাতারাতি মুখে জেল্লা ফেরানো যায় প্রাকৃতিক উপাদান দিয়ে। হেঁশেলে থাকা সাধারণ উপাদান দিয়ে আপনি ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন। এতে ত্বক উজ্জ্বল হবে এবং ত্বকের সমস্যাও কমবে। 

4 / 8
এক চামচ বেসন ও এক চামচ টক দই একসঙ্গে মিশিয়ে নিন। এতে এক চিমটে হলুদ মিশিয়ে ফেসপ্যাকটি মুখে মেখে নিন। ফেসপ্যাক শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক স্কিন টোন উন্নত করে এবং মসৃণ করে তোলে।

এক চামচ বেসন ও এক চামচ টক দই একসঙ্গে মিশিয়ে নিন। এতে এক চিমটে হলুদ মিশিয়ে ফেসপ্যাকটি মুখে মেখে নিন। ফেসপ্যাক শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক স্কিন টোন উন্নত করে এবং মসৃণ করে তোলে।

5 / 8
হলুদ ছাড়া শুধু বেসন ও টক দই একসঙ্গে মিশিয়ে মুখে মাখতে পারেন। এই ফেসপ্যাক ত্বককে এক্সফোলিয়েট ও পরিষ্কার করতে সাহায্য করে। এছাড়া ত্বককে হাইড্রেট রাখে। রাতারাতি ফর্সা হতে এই ফেসপ্যাক ব্যবহার করুন।

হলুদ ছাড়া শুধু বেসন ও টক দই একসঙ্গে মিশিয়ে মুখে মাখতে পারেন। এই ফেসপ্যাক ত্বককে এক্সফোলিয়েট ও পরিষ্কার করতে সাহায্য করে। এছাড়া ত্বককে হাইড্রেট রাখে। রাতারাতি ফর্সা হতে এই ফেসপ্যাক ব্যবহার করুন।

6 / 8
শীতে শুষ্ক ত্বকের সমস্যায় ভুগলে ওটসের সঙ্গে মধু মিশিয়ে মুখে মাখুন। ওটস গুঁড়ো করে নিন। এতে মধু মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে মুখে লাগান। ১৫-২০ মিনিট রাখুন। তারপর হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন।

শীতে শুষ্ক ত্বকের সমস্যায় ভুগলে ওটসের সঙ্গে মধু মিশিয়ে মুখে মাখুন। ওটস গুঁড়ো করে নিন। এতে মধু মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে মুখে লাগান। ১৫-২০ মিনিট রাখুন। তারপর হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন।

7 / 8
মধুর সঙ্গে লেবুর রস ও হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে মাখুন। এই ফেসপ্যাক মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। এরপর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বককে হাইড্রেট করার পাশাপাশি এই সতেজ লুক এনে দেবে।

মধুর সঙ্গে লেবুর রস ও হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে মাখুন। এই ফেসপ্যাক মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। এরপর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বককে হাইড্রেট করার পাশাপাশি এই সতেজ লুক এনে দেবে।

8 / 8
মুখে মৃত কোষের স্তর জমলে উজ্জ্বল কমে যায়। এই অবস্থায় বেসন, কফির গুঁড়ো ও টক দই একসঙ্গে মেশানো ফেসপ্যাক মুখে মাখুন। এরপর হালকা হাতে মালিশ করুন। ১০-১৫ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকে মসৃণতা এনে দেবে।

মুখে মৃত কোষের স্তর জমলে উজ্জ্বল কমে যায়। এই অবস্থায় বেসন, কফির গুঁড়ো ও টক দই একসঙ্গে মেশানো ফেসপ্যাক মুখে মাখুন। এরপর হালকা হাতে মালিশ করুন। ১০-১৫ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকে মসৃণতা এনে দেবে।