বলিরেখা এড়াতে চান? আজ থেকে কেশরে ভরপুর এই হোমমেড নাইটক্রিম মেখে ঘুমোতে যান

megha |

Jan 19, 2024 | 3:18 PM

DIY Night Cream: শুষ্ক ত্বকে সবার আগে বলিরেখা দেখা দেয়। অকাল বার্ধক্যের লক্ষণগুলো তখনই জোরাল হয়, যখন ত্বকে আর্দ্রতার অভাব থাকে। তাই অ্যান্টি-এজিং স্কিন কেয়ারে সবচেয়ে বেশি গুরুত্ব পায় নাইট ক্রিম। কেশর দিয়ে বাড়িতে তৈরি করুন নাইটক্রিম।

1 / 8
শুষ্ক ত্বকে সবার আগে বলিরেখা দেখা দেয়। অকাল বার্ধক্যের লক্ষণগুলো তখনই জোরাল হয়, যখন ত্বকে আর্দ্রতার অভাব থাকে। তাই অ্যান্টি-এজিং স্কিন কেয়ারে সবচেয়ে বেশি গুরুত্ব পায় নাইট ক্রিম।

শুষ্ক ত্বকে সবার আগে বলিরেখা দেখা দেয়। অকাল বার্ধক্যের লক্ষণগুলো তখনই জোরাল হয়, যখন ত্বকে আর্দ্রতার অভাব থাকে। তাই অ্যান্টি-এজিং স্কিন কেয়ারে সবচেয়ে বেশি গুরুত্ব পায় নাইট ক্রিম।

2 / 8
রাতে ত্বক নিরাময় হওয়ার সময় পায়। তাই ঘুম থেকে ওঠার পর ত্বক অনেক বেশি সতেজ দেখায়। তাই নাইট ক্রিম এমন হওয়া উচিত, যা ত্বককে বলিরেখা ও শুষ্কতার হাত থেকে রক্ষা করবে। 

রাতে ত্বক নিরাময় হওয়ার সময় পায়। তাই ঘুম থেকে ওঠার পর ত্বক অনেক বেশি সতেজ দেখায়। তাই নাইট ক্রিম এমন হওয়া উচিত, যা ত্বককে বলিরেখা ও শুষ্কতার হাত থেকে রক্ষা করবে। 

3 / 8
অনলাইন প্রসাধনী সাইটে গেলেই আপনি বিভিন্ন ধরনের অ্যান্টি-এজিং নাইট ক্রিম পেয়ে যাবেন। কিন্তু তার দাম আকাশছোঁয়া। কাজ অসাধারণ হলেও সবার পক্ষে সম্ভব হয় না ওই ক্রিম ব্যবহার করা। তাই ঘরোয়া উপায়ে সমাধান খুঁজে নিতে হবে। 

অনলাইন প্রসাধনী সাইটে গেলেই আপনি বিভিন্ন ধরনের অ্যান্টি-এজিং নাইট ক্রিম পেয়ে যাবেন। কিন্তু তার দাম আকাশছোঁয়া। কাজ অসাধারণ হলেও সবার পক্ষে সম্ভব হয় না ওই ক্রিম ব্যবহার করা। তাই ঘরোয়া উপায়ে সমাধান খুঁজে নিতে হবে। 

4 / 8
বাজারচলতি নাইট ক্রিমের বদলে আপনি বাড়িতেই এটি বানাতে পারেন। অল্প উপকরণ দিয়ে বানাতে পারেন নাইট ক্রিম। যেহেতু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তা উপকারও পাবেন অনেক বেশি।

বাজারচলতি নাইট ক্রিমের বদলে আপনি বাড়িতেই এটি বানাতে পারেন। অল্প উপকরণ দিয়ে বানাতে পারেন নাইট ক্রিম। যেহেতু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তা উপকারও পাবেন অনেক বেশি।

5 / 8
ত্বক সংক্রান্ত অনেক সমস্যা দূর করতে সহায়ক এই কেশর। এই কেশর দিয়ে তৈরি করুন নাইটক্রিম। এক চিমটে কেশর নিন। কাগজের টিস্যুতে কেশর মুড়ে নিন। এবার গরম চাটুতে এই কেশর মোড়া টিস্যু ১-২ মিনিট সেঁকে নিন। 

ত্বক সংক্রান্ত অনেক সমস্যা দূর করতে সহায়ক এই কেশর। এই কেশর দিয়ে তৈরি করুন নাইটক্রিম। এক চিমটে কেশর নিন। কাগজের টিস্যুতে কেশর মুড়ে নিন। এবার গরম চাটুতে এই কেশর মোড়া টিস্যু ১-২ মিনিট সেঁকে নিন। 

6 / 8
এবার একটি বাটিতে গরম কেশর নিন। এতে ২ চামচ অ্যালোভেরা জেল, ১ চামচ আমন্ড অয়েল এবং ১ চামচ গোলাপ জল মিশিয়ে নিন। একদম শেষে ২টো ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে দিন। 

এবার একটি বাটিতে গরম কেশর নিন। এতে ২ চামচ অ্যালোভেরা জেল, ১ চামচ আমন্ড অয়েল এবং ১ চামচ গোলাপ জল মিশিয়ে নিন। একদম শেষে ২টো ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে দিন। 

7 / 8
অ্যালোভেরা জেল, আমন্ড অয়েল ও ভিটামিন ই তেল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। গোলাপ জল ত্বকের উপর টোনার হিসেবে কাজ করে এবং কেশর ত্বককে উজ্জ্বল করে তোলে। 

অ্যালোভেরা জেল, আমন্ড অয়েল ও ভিটামিন ই তেল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। গোলাপ জল ত্বকের উপর টোনার হিসেবে কাজ করে এবং কেশর ত্বককে উজ্জ্বল করে তোলে। 

8 / 8
সমস্ত উপকরণ ব্লেন্ড করে নিলেই তৈরি হোমমেড নাইটক্রিম। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখ পরিষ্কার করে নিন। টোনার ও সিরাম মাখার পর মুখে এই নাইটক্রিম লাগিয়ে নিন। এটি ত্বকের জেল্লা বাড়িয়ে তুলবে এক সপ্তাহে।

সমস্ত উপকরণ ব্লেন্ড করে নিলেই তৈরি হোমমেড নাইটক্রিম। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখ পরিষ্কার করে নিন। টোনার ও সিরাম মাখার পর মুখে এই নাইটক্রিম লাগিয়ে নিন। এটি ত্বকের জেল্লা বাড়িয়ে তুলবে এক সপ্তাহে।

Next Photo Gallery