Face Washing Tips: মুখ ধোয়ার সময় এই ভুলগুলি কি আপনিও করেন? শুধরে নিন নইলেই বিপদ!
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Sep 10, 2023 | 4:22 PM
Face Washing Mistakes: ত্বকের যত্নে শুধু মুখ ধোয়া নয়, মোছাও সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ আপনার তোয়ালেই ত্বকের সমস্যার কারণও হয়ে উঠতে পারে। অনেকেই একই তোয়ালে একটানা অনেক দিন ব্যবহার করেন। যার কারণে ত্বকে ব্যাকটেরিয়া জন্ম নেয় যা ভীষণই ক্ষতিকারক।
1 / 8
সুন্দর, স্বাস্থ্যজ্জ্বল ত্বক পেতে হলে চাই সঠিক যত্ন। তাই নিয়মিত রূপচর্চা করা প্রয়োজন। রূপচর্চার কয়েকটি সাধারণ ধাপ রয়েছে সেটা মানতেই হয়।
2 / 8
আর রূপচর্চার এসব ধাপগুলির মধ্য়ে অন্য়তম হল মুখ পরিষ্কার করা। বলা ভাল, সবচেয়ে প্রথম ধাপই হল এটা। মুখ পরিষ্কার করা ছাড়া স্কিন কেয়ার রুটিন শুরুই হয় না।
3 / 8
তবে শুধু মুখ পরিষ্কার করলেই হবে না। জানতে হবে সঠিক পদ্ধতি। আর অনেকেই জানেন না। তাই মুখ ধোয়ার সময় নানা ভুল করে থাকেন।
4 / 8
যার সরাসরি প্রভাব পড়ে ত্বকের উপর। আপনিও যদি এই ভুলগুলি করে থাকেন তবে সময় থাকতে শুধরে নিন। জেনে নিন মুখ পরিষ্কার করার সঠিক কিছু নিয়ম...
5 / 8
প্রথমেই ফেস ওয়াশ বেছে নেওয়ার দিকে নজর দিতে হবে। বেশিরভাগ মানুষই মুখ ধোয়ার সময় যেকোনোও ফেস ওয়াশ ব্যবহার করেন। যার কারণে ত্বকে নানা সমস্যা দেখা দেয়। তাই মুখ ধোয়ার জন্য আপনার ত্বকের ধরন অনুযায়ী সঠিক ফেসওয়াশ ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ।
6 / 8
আবার অনেকে মুখ ধোয়ার জন্য গরম জল ব্যবহার করেন। যা একেবারেই উচিত নয়। এতে ত্বকের ক্ষতি হয়। তাই সবসময় ঠাণ্ডা জলে মুখ ধুতে হবে। আর যদি একেবারেই তা না পারেন তবে ঈষৎ উষ্ণ জল দিয়ে মুখ পরিষ্কার করে নিন।
7 / 8
অনেকেই গরমে মুখ পরিষ্কার করতে ভেজা ওয়াইপস বা টিস্যু ব্যবহার করেন। কিন্তু এই ধরেনর টিস্যু সম্পূর্ণরূপে ত্বক পরিষ্কার পারে না। এবং এতে বিভিন্ন রাসায়নিক থাকে। যার কারণে ত্বকের ছিদ্রগুলি আটকে যেতে পারে, যার কারণে ব্রেকআউটের সমস্যা হতে পারে। তাই ভেজা ওয়াইপস ব্যবহার কম করার চেষ্টা করুন।
8 / 8
ত্বকের যত্নে শুধু মুখ ধোয়া নয়, মোছাও সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ আপনার তোয়ালেই ত্বকের সমস্যার কারণও হয়ে উঠতে পারে। অনেকেই একই তোয়ালে একটানা অনেক দিন ব্যবহার করেন। যার কারণে ত্বকে ব্যাকটেরিয়া জন্ম নেয় যা ভীষণই ক্ষতিকারক।