Facial Tips: পুজো শুরুর ক’দিন আগে ফেসিয়াল করালে বাড়বে ত্বকের জেল্লা? রইল টিপস

Skin Care Tips: সারাবছর ফেসিয়াল না করালেও পুজো উপলক্ষে নিজেকে সাজতে সকলেরই ভাল লাগে। কিন্তু পুজোর আগে ফেসিয়াল করানো মোটেও উচিত নয়। ত্বকের উপর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে, সামাল দিতে আপনাকেই হিমমিশ খেতে হবে শেষ মুহূর্তে।

| Edited By: megha

Oct 09, 2023 | 9:00 AM

1 / 8
পুজো আসতে আর ২ সপ্তাহও বাকি নেই। পাড়ার মোড় থেকে শপিং মল—চারিদিকে সাজো-সাজো রব। তাই আপনিই বা পিছিয়ে থাকেন কেন! যদিও ইতিমধ্যে অনেকেই লাইন দিয়েছে পার্লারের বাইরে।

পুজো আসতে আর ২ সপ্তাহও বাকি নেই। পাড়ার মোড় থেকে শপিং মল—চারিদিকে সাজো-সাজো রব। তাই আপনিই বা পিছিয়ে থাকেন কেন! যদিও ইতিমধ্যে অনেকেই লাইন দিয়েছে পার্লারের বাইরে।

2 / 8
সারাবছর ফেসিয়াল না করালেও পুজো উপলক্ষে নিজেকে সাজতে সকলেরই ভাল লাগে। কিন্তু পুজোর আগে ফেসিয়াল করানো মোটেও উচিত নয়। তবে, ফেসিয়াল করালে কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার।

সারাবছর ফেসিয়াল না করালেও পুজো উপলক্ষে নিজেকে সাজতে সকলেরই ভাল লাগে। কিন্তু পুজোর আগে ফেসিয়াল করানো মোটেও উচিত নয়। তবে, ফেসিয়াল করালে কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার।

3 / 8
ফেসিয়াল করানোর আগে ও পরে থ্রেডিং করাবেন না। এতে ত্বকে জ্বালাভাব, র‍্যাশের সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি ফেসিয়াল করানোর পরে ওয়াক্সিং করবেন না। এতে ত্বকের উপর মারাত্মক প্রভাব পড়তে থাকে।

ফেসিয়াল করানোর আগে ও পরে থ্রেডিং করাবেন না। এতে ত্বকে জ্বালাভাব, র‍্যাশের সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি ফেসিয়াল করানোর পরে ওয়াক্সিং করবেন না। এতে ত্বকের উপর মারাত্মক প্রভাব পড়তে থাকে।

4 / 8
দিনের বেলা ফেসিয়াল করিয়ে পার্লার থেকে বেরোনোর পর অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। যদিও ফেসিয়াল করানোর পর সূর্যালোকে না বেরোনোই ভাল। তাই সন্ধের দিকে ফেসিয়াল করান। 

দিনের বেলা ফেসিয়াল করিয়ে পার্লার থেকে বেরোনোর পর অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। যদিও ফেসিয়াল করানোর পর সূর্যালোকে না বেরোনোই ভাল। তাই সন্ধের দিকে ফেসিয়াল করান। 

5 / 8
ফেসিয়াল করার অন্তত ১০ দিনের মধ্যে মেকআপ ব্যবহার করবেন না। তাই পুজো শুরুর অন্তত ১০ দিন আগে ফেসিয়াল করান। এছাড়া ফেসিয়াল করানোর পর মুখে স্ক্রাব ঘষবেন না। এমনকী বারবার মুখে হাতও দেবেন না। 

ফেসিয়াল করার অন্তত ১০ দিনের মধ্যে মেকআপ ব্যবহার করবেন না। তাই পুজো শুরুর অন্তত ১০ দিন আগে ফেসিয়াল করান। এছাড়া ফেসিয়াল করানোর পর মুখে স্ক্রাব ঘষবেন না। এমনকী বারবার মুখে হাতও দেবেন না। 

6 / 8
ফেসিয়াল করানোর পরও ত্বকের যত্ন নিতে হয়। ফেসিয়াল করানোর পরের দিন ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। ক্লিনজারের পাশাপাশি মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। এটা ত্বকের জন্য জরুরি।

ফেসিয়াল করানোর পরও ত্বকের যত্ন নিতে হয়। ফেসিয়াল করানোর পরের দিন ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। ক্লিনজারের পাশাপাশি মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। এটা ত্বকের জন্য জরুরি।

7 / 8
ফেসিয়াল করানোর পর আর কোনও ফেসপ্যাক বা স্ক্রাব মুখে ব্যবহার করবেন না। এতে ত্বকের উপর চাপ পড়ে এবং ত্বকের মারাত্মক ক্ষতি হয়। 

ফেসিয়াল করানোর পর আর কোনও ফেসপ্যাক বা স্ক্রাব মুখে ব্যবহার করবেন না। এতে ত্বকের উপর চাপ পড়ে এবং ত্বকের মারাত্মক ক্ষতি হয়। 

8 / 8
ফেসিয়াল করালে খুব বেশি আর ত্বকের পরিচর্যা করার প্রয়োজন পড়ে না। শুধু নিয়ম মেনে প্রতিদিন ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং করলেই কাজ চলে যায়। তবে, আপনাকে প্রচুর পরিমাণে জল পান করতে হবে। এটি ত্বকের স্বাস্থ্যের জন্য জরুরি। 

ফেসিয়াল করালে খুব বেশি আর ত্বকের পরিচর্যা করার প্রয়োজন পড়ে না। শুধু নিয়ম মেনে প্রতিদিন ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং করলেই কাজ চলে যায়। তবে, আপনাকে প্রচুর পরিমাণে জল পান করতে হবে। এটি ত্বকের স্বাস্থ্যের জন্য জরুরি।