
চুলের সমস্যা মেটাতে যে কোনও প্রাকৃতিক তেল খুবই উপকারী। আর সেই তেলের মধ্যে প্রথম সারিতে রয়েছে অলিভ অয়েল। এই তেলের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন ও পলিফেনল রয়েছে

তাই তো অলিভ অয়েলের হেয়ার মাস্ক ব্যবহার করলে চুলের একাধিক সমস্যাই অনায়াসে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এতে চুল অনেক বেশি নরম হবে, সেই সঙ্গে কমবে চুল পড়াও

আজকাল অধিকাংশই ফ্রিজি হেয়ারের সমস্যায় ভুগছেন। এর জন্য প্রধানত দায়ী দূষণ আর এখানকার আবহাওয়া। ঘামে গরমে চুল বেশি চিটচিট হয়ে পড়ে যে কারণে হেয়ার ফল বেশি হয়

এই সমস্যা থেকে রেহাই পেতে অনেকেই হেয়ার পলিশিং করান। কেউ আবার স্মুথনিং, কেরাটিন এসবও করান। তবে এতে সমস্যার স্থায়ী কোনও সমাধান হয় না। ৬ মাস যেতে না যেতেই সেই একই সমস্যা ঘুরে ফিরে আসে

তাই চেষ্টা করুন প্রাকৃতিক উপকরণেই ভরসা রাখতে এতে চুল নরম থাকবে, কম ঝরবে সেই সঙ্গে বজায় থাতকবে উজ্জ্বলতাও। চুলের জন্য টকদই খুবই ভাল। একটা বাটিতে জল ঝরানো টকদই নিতে হবে চার চামচ

এবার তা খুব ভাল করে ফেটিয়ে নিতে হবে। এতে ক্রিমের মত একটা টেক্সচার তৈরি হবে। এবার এতে মধু মিশিয়ে নিন। মধু ভাল করে মিশলে এই প্যাকে এক চামচ অলিভ অয়েল মিশিয়ে নিতে হবে

চুল পড়া কমাতে একটা ভিটামিন ই ক্যাপসুল ভেঙে মেশাতে ভুলবেন না। এই প্যাক ২ ঘন্টা লাগিয়ে রেখে শ্যাম্পু করতে পারেন। একটি ডিম ফাটিয়ে নিন। এর সঙ্গে ২ টেবিল চামচ অলিভ অয়েল মেশান। দুটি উপাদান ভাল করে মিশলেই তৈরি মাস্ক

কলাও চুলের জন্য খুব ভাল। কলা, ডিমের হলুদ অংশ আর অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে একটা মাস্ক বানিয়ে নিতে হবে। এই হেয়ার মাস্ক চুলকে খুবই নরম রাখে, আর চুলে আরামও দেয়