Shoe Odor Remedies: বৃষ্টিতে ভিজে জুতো-মোজা থেকে বোঁটকা গন্ধ ছাড়ছে? ঘরে পাউডার আছে তো!
megha |
Aug 22, 2024 | 7:07 PM
Lifestyle Tips: বৃষ্টিতে জুতো-মোজা একবার ভিজলে শুকনো হওয়ার কোনও চান্স নেই। আর ভিজে জুতো-মোজা পরাও যায় না। তার উপর জুতো-মোজা থেকে দুর্গন্ধ ছাড়তে থাকে। জুতোর দুর্গন্ধ মারাত্মক। গন্ধযুক্ত জুতো পরা যায় না। কেউ যদি দুর্গন্ধে ভরা জুতো-মোজা পরে, এত বিশ্রী গন্ধ বেরোয় যে তার আশেপাশেও দাঁড়ানো যায় না।
1 / 8
টানা কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। রোদের দেখা নেই বললেই চলে। প্যাচপ্যাচে কাদায় পা দিয়ে রোজ অফিস, স্কুল যেতে হচ্ছে। আর সেখানে ফর্ম্যাল জুতো-মোজা মাস্ট।
2 / 8
বৃষ্টিতে জুতো-মোজা একবার ভিজলে শুকনো হওয়ার কোনও চান্স নেই। আর ভিজে জুতো-মোজা পরাও যায় না। তার উপর জুতো-মোজা থেকে দুর্গন্ধ ছাড়তে থাকে।
3 / 8
জুতোর দুর্গন্ধ মারাত্মক। গন্ধযুক্ত জুতো পরা যায় না। কেউ যদি দুর্গন্ধে ভরা জুতো-মোজা পরে, এত বিশ্রী গন্ধ বেরোয় যে তার আশেপাশেও দাঁড়ানো যায় না। জুতোর এই দুর্গন্ধ দূর করবেন কীভাবে?
4 / 8
বাড়ি ফিরে জুতো খুলে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। এরপর জুতোর ভিতরে এক টুকরো পাতিলেবু কিংবা লেবুর খোসা রেখে দিন। কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েলও দিতে পারে। এতে গন্ধ দূর হয়ে যাবে।
5 / 8
চেষ্টা করুন ওয়ারটার প্রুফ জুতো পরার। এছাড়া ওয়াশেবল জুতো পরতে পারেন। ওয়াশেবল জুতো কিছুক্ষণ সাবান জলে ডুবিয়ে রাখুন। তারপর ব্রাশ দিয়ে ঘষে নিন। তারপর পরিষ্কার জলে ধুয়ে নিন এবং রোদে শুকিয়ে নিন।
6 / 8
ভিজে জুতো শুকনো কাপড় দিয়ে মুছে নিন। তারপর জুতোর মধ্যে বেকিং সোডা ছড়িয়ে দিন। পরদিন জুতো পরার আগে ভাল করে মুছে নিন। এতে জুতোর সমস্ত দুর্গন্ধ দূর হয়ে যাবে।
7 / 8
জুতো পরার আগে পায়ে বেবি পাউডার মেখে নিন। মোজার ভিতরেও পাউডার ছড়িয়ে দিন। এতে পা কম ঘামবে। আর ঘাম হলেও পাউডার তা শুষে নেবে এবং দুর্গন্ধ ছাড়বে না।
8 / 8
জুতো ও মোজার দুর্গন্ধ দূর করতে টি ট্রি অয়েল দুর্দান্ত কাজ দেয়। জুতোর মধ্যে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল ছড়িয়ে দিন। মোজা কাচার সময় জলে টি ট্রি অয়েল মিশিয়ে নিতে পারেন।