Hair Care Food: হেয়ার মাস্কে নয়, এই ৭ খাবার খেলেই কমবে চুল পড়া থেকে খুশকি
Healthy Foods: নিয়মিত তেলে মেখে, নামীদামি ব্র্যান্ডের শ্যাম্পু-কন্ডিশনার ব্যবহারের পরও চুলের সমস্যা পিছু ছাড়ে না। মুঠো মুঠো চুল উঠতে থাকলে বুঝবেন আপনার দেহে পুষ্টির ঘাটতি তৈরি হয়েছে। তাই হেয়ার কেয়ার নয়, ডায়েটের উপর নজর দিন।