Skin Treatment: ঘরোয়া এই উপাদান ব্যবহার করেই মুখ হয়ে উঠবে জেল্লাদার
Sukla Bhattacharjee |
Feb 21, 2024 | 2:20 PM
Rice cleanser: মুখ উজ্জ্বল করে তোলার জন্য অনেকেই অনেক রকম প্রসাধনী সামগ্রী ব্যবহার করেন। কিন্তু, জানেন কি ঘরোয়া উপকরণ দিয়ে আপনি নিজেই ক্লিনজার তৈরি করে ফেলতে পারেন। একমুঠো চাল একটি বাটিতে নিয়ে তার মধ্যে অর্ধেক পাতিলেবুর কয়েক ফোঁটা রস দিন। ত্বকের জেল্লা ফেরাতে অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর লেবু খুবই কার্যকরী। তাই ক্লিনজার তৈরিতে লেবুর রস খুব কার্যকরী।
1 / 7
মুখ উজ্জ্বল করে তুলতে কে না চায়! মুখ উজ্জ্বল করে তোলার জন্য অনেকেই অনেক রকম প্রসাধনী সামগ্রী ব্যবহার করেন। কিন্তু, জানেন কি ঘরোয়া উপকরণ দিয়ে আপনি নিজেই ক্লিনজার তৈরি করে ফেলতে পারেন, যা নিয়মিত ব্যবহার করলে ত্বক হয়ে উঠলে জেল্লাদার
2 / 7
একমুঠো চাল একটি বাটিতে নিয়ে তার মধ্যে অর্ধেক পাতিলেবুর কয়েক ফোঁটা রস দিন। ত্বকের জেল্লা ফেরাতে অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর লেবু খুবই কার্যকরী। তাই ক্লিনজার তৈরিতে লেবুর রস খুব কার্যকরী
3 / 7
এবার লেবুর রস দেওয়া চালের বাটিতে খানিকটা জল ঢেলে দিন, যাতে চালটা সম্পূর্ণ ভিজে যায়। ঠান্ডা জল ঢালবেন। তারপর জল সমেত চাল, লেবুর মিশ্রণ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। খোসা সমেত লেবুটিও বাটির মধ্যে রেখে দেবেন
4 / 7
কিছুক্ষণ পর চাল ভেজানো জলটা ছেঁকে নিন। ত্বকের কালো ছোপ কাটাতে লেবুর খোসাও খুব কাজ দেয়। তাই ওই ভেজানো লেবুর খোসা বেটে হাতে, পায়ে ঘসতে পারেন। কালো ছোপ সরিয়ে ত্বকের উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করবে লেবুর খোসা
5 / 7
অন্যদিকে, চাল ও লেবু ভেজানো জলটা একটি শিশিতে ঢেলে নিয়ে কয়েক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। সেটি ভাল মতো ঠান্ডা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া ক্লিনজার। এবার ওই ক্লিনজারে তুলো ডুবিয়ে রোজ নিয়মিত মুখে লাগান
6 / 7
প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ওই ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। দু থেকে তিনবার করে তুলোয় ওই ক্লিনজার লাগিয়ে মুখে ঘষুন। তারপর কিছুক্ষণ সেটা মুখে রাখার পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন
7 / 7
ক্লিনজার লাগিয়ে মুখ ধোয়ার পর অবশ্যই ময়শ্চারাইজার জাতীয় ক্রিম মুখে লাগিয়ে নেবেন। নিয়মিত এটা করলে ত্বক নরম ও জেল্লাদার হবে। তবে মনে রাখবেন, চাল দিয়ে তৈরি ওই ক্লিনজার ৭ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। ৭ দিন পর আবার নতুন করে তৈরি করতে হবে