গরম এলে ত্বকের একটু বেশি খেয়াল রাখতে হয়। র্যাশ, চুলকানির সমস্যা এই ঋতুতেই বেশি দেখা যায়। যদি গরমে ত্বকের যত্ন গ্রীষ্মকালীন ফলই নিতে পারে। তরমুজ হল সেই ফল, যা গরমে আপনার ত্বকের যত্ন নিতে পারে।
প্রথম তরমুজের মধ্যে জলের পরিমাণ বেশি। তার পাশাপাশি এই ফলের মধ্যে ভিটামিন এ, সি এবং ই রয়েছে। আর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যামাইনো অ্যাসিড। এই ফল ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।
তরমুজ দিয়ে বানিয়ে নিতে পারেন ফেস মিস্ট। তরমুজের বীজ ফেলে দিয়ে জুস বানিয়ে নিন। তরমুজ জুস ছেঁকে নিয়ে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। তরমুজের জুস ভরা স্প্রে বোতল ফ্রিজে রেখে দিন। মুখে এই ফেস মিস্ট স্প্রে করলে ফিরে পাবেন ত্বকের তরতাজা ভাব।
তরমুজের মধ্যে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। তাজা তরমুজের জুসের সঙ্গে চিনি মিশিয়ে নিন। এতে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে নিন। এটা দিয়ে ত্বকের উপর হালকা হাতে স্ক্রাব করে নিন।
তরমুজ দিয়ে বানিয়ে নিতে পারেন ফেসপ্যাক। তরমুজের মধ্যে লাইকোপেন রয়েছে, যা ত্বকের প্রদাহ কমাতে ও ট্যান দূর করতে সাহায্য করে। ২ চামচ টক দইয়ের সঙ্গে তাজা তরমুজের রস ও মধু মিশিয়ে নিন। ১৫-২০ মিনিট রাখার পর মুখ ধুয়ে ফেলুন।
ঠোঁটের যত্ন নিতেও কার্যকর তরমুজ। তরমুজ ঠোঁটকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। তরমুজের রসের সঙ্গে ব্রাউন সুগার ও নারকেল তেল মিশিয়ে নিয়ে ঠোঁটের উপর স্ক্রাব করুন। তারপর হালকা গরম জল দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন।
ডার্ক সার্কেল দূর করে দিতে পারে তরমুজ। তরমুজের জুসে দুটো তুলোর বল ডুবিয়ে নিন। এরপর ওই তুলোর বল দুটো চোখের উপর রেখে দিন। ১০-১৫ মিনিট রাখার ঠান্ডা জল দিয়ে চোখ-মুখ ধুয়ে নিন।
ত্বকের উপর তরমুজের রস ঘষতে পারেন। বরফের ট্রে'তে তরমুজের রস দিয়ে বরফ বানিয়ে নিন। এরপর ওই বরফ ত্বকের উপর ঘষতে থাকুন। এতে ত্বকের রক্ত সঞ্চালন উন্নত হবে এবং ত্বকের জেল্লা বাড়বে।