খরচ করে স্পা করানোর দরকার নেই, ডিমের সঙ্গে ৩ উপাদান মেশালেই পাবেন নরম চুল
TV9 Bangla Digital | Edited By: megha
Jan 28, 2024 | 10:49 AM
Egg Hair Mask: ডিম চুলের যাবতীয় সমস্যার সমাধান করতে পারে। চুল পড়া, স্ক্যাল্প শুষ্ক হয়ে যাওয়া, রুক্ষ চুলের সমস্যা দূর করার মতো একাধিক সমস্যার সমাধান রয়েছে ডিমের কাছে। এমনকি স্ট্রেট করা চুলের যত্ন নেয় ডিম। চুলে সরাসরি ডিম মাখলে আঁশটে গন্ধ ছাড়ে। তাই ডিমের হেয়ার প্যাক বানিয়ে ব্যবহার করুন।
1 / 8
মাথায় ডিম মাখার কথা শুনলেই অনেকে নাম সিঁটকান। কিন্তু পশমের মতো নরম চুল পেতে হলে ডিমই সেরা। ডিমে থাকা প্রোটিন, চুলকে নরম ও সিল্কি করে তুলতে সাহায্য করে। চুলের যত্নে ডিম অপরিহার্য।
2 / 8
ডিম চুলের যাবতীয় সমস্যার সমাধান করতে পারে। চুল পড়া, স্ক্যাল্প শুষ্ক হয়ে যাওয়া, রুক্ষ চুলের সমস্যা দূর করার মতো একাধিক সমস্যার সমাধান রয়েছে ডিমের কাছে। এমনকি স্ট্রেট করা চুলের যত্ন নেয় ডিম।
3 / 8
এক বা দুটো ডিম নিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এবার এই ডিম চুলে লাগিয়ে নিন। মাথায় শাওয়ার ক্যাপ পড়ে ২০-৩০ মিনিট বসে থাকুন। এরপর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল ধোয়ার সময় অবশ্যই ঠান্ডা জল ব্যবহার করবেন।
4 / 8
চুলের জেল্লা বাড়াতে ডিম জলের সঙ্গে গুলে ব্যবহার করুন। প্রথমে শ্যাম্পু করে নিন। তারপর ডিমের এই মিশ্রণ চুল ও স্ক্যাল্পে লাগিয়ে ম্যাসাজ করুন। আধ ঘণ্টা রেখে সাধারণ জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি আপনার চুলকে মসৃণ করে তুলবে।
5 / 8
চুলে সরাসরি ডিম মাখলে আঁশটে গন্ধ ছাড়ে। তাই ডিমের হেয়ার প্যাক বানিয়ে ব্যবহার করুন। এতে ডিমের গন্ধ হয়তো যাবে না, কিন্তু উপকারিতা দ্বিগুণ পাবেন। ডিম দিয়ে তৈরি ৫টি হেয়ার প্যাকের সন্ধান রইল আপনার জন্য।
6 / 8
ডিমের কুসুম নিন এবং ১ কাপ টক দইয়ের সঙ্গে ভাল করে ফেটিয়ে নিন। এবার এই হেয়ার প্যাক চুলে লাগিয়ে ২০ মিনিট রাখুন। প্রথমে পরিষ্কার জলে চুল ধুয়ে নিন। এরপর ডিমের আঁশটে গন্ধ দূর করতে শ্যাম্পু করে নিন।
7 / 8
ডিমের কুসুমের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে ফেটিয়ে নিন। এই হেয়ার প্যাক কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন। শ্যাম্পু করার পর চুল থেকে সমস্ত জল নিংড়ে নিন। চাইলে মুছেও নিতে পারেন। এরপর এই হেয়ার প্যাক লাগান। ১০-১৫ মিনিট রেখে আবার ধুয়ে ফেলুন। এই হেয়ার প্যাক চুলকে নরম করে তুলবে।
8 / 8
অতিরিক্ত শুষ্ক চুলে ডিম ও মধুর হেয়ার প্যাক ব্যবহার করুন। ডিমের কুসুম ও মধু একসঙ্গে ফেটিয়ে নিয়ে চুলে লাগান। ঘণ্টা দুয়েক পর শ্যাম্পু করে নিন। এই হেয়ার প্যাক ফ্রিজি হেয়ারের সমস্যা দূর করে দেবে।