Waxing: রেজ়ার ব্যবহার করলেই ত্বক খসখসে হয়ে যায়? এই ৫ টোটকা মানতে পারেন
megha |
Sep 12, 2024 | 6:12 PM
Razor Use: হঠাৎ করে স্লিপলেস, শর্টস পরার শখ হয়েছে। কিন্তু আন্ডারআর্মস, পা ভর্তি লোম। এখন ওয়াক্স করানোর সময় নেই। তাই ভরসা রেজ়ার। রেজ়ার দিয়ে খুব সহজেই গায়ের লোম তোলা যায়। কিন্তু রেজ়ার দিয়ে লোম তুললে ২-৩ দিনের মধ্যেই আবার লোম উঠতে থাকে।
1 / 8
হঠাৎ করে স্লিপলেস, শর্টস পরার শখ হয়েছে। কিন্তু আন্ডারআর্মস, পা ভর্তি লোম। এখন ওয়াক্স করানোর সময় নেই। তাই ভরসা রেজ়ার।
2 / 8
রেজ়ার দিয়ে খুব সহজেই গায়ের লোম তোলা যায়। কিন্তু রেজ়ার দিয়ে লোম তুললে ২-৩ দিনের মধ্যেই আবার লোম উঠতে থাকে। তবে, সময় কম থাকলে রেজ়ারই ভরসা।
3 / 8
রেজ়ার ব্যবহার করা সহজ। আর কোনও ব্যথাও সহ্য করতে হয় না। কিন্তু সমস্যা হল, রেজ়ার ব্যবহার করলে ত্বক খসখসে হয়ে যায়। তাই রেজ়ার ব্যবহারের পর ত্বকের যত্ন নেওয়া দরকার।
4 / 8
রেজ়ার ব্যবহার করার দশ মিনিট আগে গরম জলে স্নান করে নিন। লুফা দিয়ে ত্বকও পরিষ্কার করে নিতে পারে। এতে ত্বকের উপরে থাকা মৃত কোষও পরিষ্কার হয়ে যাবে।
5 / 8
রেজ়ার ব্যবহারের পর গায়ে আর গরম জল ঢালবেন না। তখন ঠান্ডা জল দিয়ে ত্বক পরিষ্কার করে নিন। এতে ত্বক কোমল থাকবে।
6 / 8
রেজ়ার ব্যবহারের সময় সাবান ব্যবহার করবেন না। শেভিং ক্রিম ব্যবহার করতে পারেন। কিংবা বডি ওয়াশ, শাওয়ার জেল, কন্ডিশনার ব্যবহার করতে পারেন।
7 / 8
রোমের অভিমুখ যে দিকে তার উল্টো দিকে রেজ়ার টানুন। প্রথমে উল্টো দিকে টানুন, তারপর সোজা দিয়ে। তারপর ঠান্ডা জল দিয়ে ত্বক পরিষ্কার করে নিন।
8 / 8
শেভিং করা হয়ে গেলে গায়ে ময়েশ্চারাইজার মেখে নিন। বডি অয়েলও ব্যবহার করতে পারেন। এতে ত্বকের শুষ্ক ও খসখসে ভাব এড়াতে পারেন।