Hair Care: রোজ শ্য়াম্পু করে চুলের ক্ষতি করছেন না তো? জানুন সঠিক পদ্ধতি

Shampoo Use: অনেকেই নিয়মিত শ্য়াম্পু করে থাকেন। তবে রোজ শ্য়াম্পু করা চুলের জন্য় ভাল না খারাপ? এই নিয়ে মতবিরোধ রয়েছে। সপ্তাহে অন্তত তিন দিন শ্যাম্পু করলেই হবে।

| Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Apr 30, 2023 | 8:50 AM

1 / 8
দূষণ, শারীরিক সমস্য়া  বিভিন্ন কারণে যতদিন যাচ্ছে বাড়ছে চুল পড়ার সমস্য়া। মাথায় যেকটি চুল অবশিষ্ট রয়েছে তা রক্ষা করতে তাই মরিয়া অনেকেই।

দূষণ, শারীরিক সমস্য়া বিভিন্ন কারণে যতদিন যাচ্ছে বাড়ছে চুল পড়ার সমস্য়া। মাথায় যেকটি চুল অবশিষ্ট রয়েছে তা রক্ষা করতে তাই মরিয়া অনেকেই।

2 / 8
Hair Care: রোজ শ্য়াম্পু করে  চুলের ক্ষতি করছেন না তো? জানুন সঠিক পদ্ধতি

3 / 8
অনেকেই নিয়মিত শ্য়াম্পু করে থাকেন। তবে রোজ শ্য়াম্পু করা চুলের জন্য় ভাল না খারাপ? এই নিয়ে মতবিরোধ রয়েছে।

অনেকেই নিয়মিত শ্য়াম্পু করে থাকেন। তবে রোজ শ্য়াম্পু করা চুলের জন্য় ভাল না খারাপ? এই নিয়ে মতবিরোধ রয়েছে।

4 / 8
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত শ্যাম্পু করার বিশেষ প্রয়োজন নেই। সপ্তাহে অন্তত তিন দিন শ্যাম্পু করলেই হবে।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত শ্যাম্পু করার বিশেষ প্রয়োজন নেই। সপ্তাহে অন্তত তিন দিন শ্যাম্পু করলেই হবে।

5 / 8
আবার অনেকেই ঘন-ঘন শ্যাম্পু পরিবর্তন করেন। এতে আদতে চুলের স্বাস্থ্য়ের ক্ষতি না ভাল হয় জানা আছে?

আবার অনেকেই ঘন-ঘন শ্যাম্পু পরিবর্তন করেন। এতে আদতে চুলের স্বাস্থ্য়ের ক্ষতি না ভাল হয় জানা আছে?

6 / 8
বিশেষজ্ঞদের মতে, ঘন-ঘন শ্যাম্পু পরিবর্তন করা চুলের জন্য় মোটেও ভাল নয়। আবার একই শ্য়াম্পু দীর্ঘদিন ব্যবহার করাও উচিত নয়। এক্ষেত্রে ৬ মাস থেকে ১ বছর একটি শ্য়াম্পু ব্যবহার করার পর ব্র্যান্ড পরিবর্তন করুন।

বিশেষজ্ঞদের মতে, ঘন-ঘন শ্যাম্পু পরিবর্তন করা চুলের জন্য় মোটেও ভাল নয়। আবার একই শ্য়াম্পু দীর্ঘদিন ব্যবহার করাও উচিত নয়। এক্ষেত্রে ৬ মাস থেকে ১ বছর একটি শ্য়াম্পু ব্যবহার করার পর ব্র্যান্ড পরিবর্তন করুন।

7 / 8
আজকাল চুলে তেল দিতে অনেকরই অনীহা। তবে জানেন কি মা-ঠাকুমাদের অমন সুন্দর চুলের রহস্য় তেল?

আজকাল চুলে তেল দিতে অনেকরই অনীহা। তবে জানেন কি মা-ঠাকুমাদের অমন সুন্দর চুলের রহস্য় তেল?

8 / 8
লম্বা, সুন্দর চুল পেতে সপ্তাহে অন্তত একদিন চুলে তেল মাখুন। হালকা গরম তেল দিয়ে যদি ম্য়াসাজ করতে পারেন তাহলে তো আর কথাই নেই। শ্যাম্পু করার আগের দিন মাথায় তেল দিয়ে সকালে উঠে শ্যাম্পু করে নিন।

লম্বা, সুন্দর চুল পেতে সপ্তাহে অন্তত একদিন চুলে তেল মাখুন। হালকা গরম তেল দিয়ে যদি ম্য়াসাজ করতে পারেন তাহলে তো আর কথাই নেই। শ্যাম্পু করার আগের দিন মাথায় তেল দিয়ে সকালে উঠে শ্যাম্পু করে নিন।