Sun Tan Removal: মুখ কালো ছোপে ভরে গিয়েছে? বাড়িতে বানানো ফেস প্যাকে নিমেষে গায়েব হবে সান ট্যান
TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়
Apr 23, 2023 | 7:45 AM
Homemade Facepack: ডাবের জলে রয়েছে ভিটামিন C ও ল্যাকটিক অ্যাসিড যা প্রাকৃতিক ভাবে ট্যান থেকে মুক্তি দেয়। হাতের তালুতে খানিকটা ডাবের জল নিয়ে মুখে লাগিয়ে নিন ট্যান গায়েব হবে নিমেষে।
1 / 8
তীব্র গরমে (Summer) রোদের হাত থেকে ত্বককে রক্ষা করা দায় হয়ে দাঁড়িয়েছে। সান ট্যানে মুখ ভরে যাচ্ছে। বাজার চলতি ট্যান রিমুভার ব্যবহার না করে ভরসা রাখুন ঘরে বানানো ট্যান ক্লিনিং প্যাকে।
2 / 8
আয়ুর্বদিক ফেস প্যাকের সাহায্যে দারুণ পরিস্কার হয় সান ট্যান। এটি বানাতে লাগবে দু'চা-চামচ ত্রিফলা চূর্ণ। এক চা-চামচ হলুদ ও বেসন। একটা পাত্রে এই উপাদান গুলি নিয়ে তাতে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে গোটা মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
3 / 8
এক্ষেত্রে কফি বডি স্ক্রাবও খুব কার্যকরী। একটা পাত্রে এক থেকে দুই চামচ নারকেল কিংবা আমন্ড অয়েল নিন। তাতে দু'চামচ কফি ও কয়েক ফোঁটা লেবুর রস যোগ করে ভাল করে গুলে নিন। এবার হাতে-পায়ে, মুখে যেখানে-যেখানে ট্যান পড়েছে সেই স্থানে ঘসে-ঘসে লাগান।
4 / 8
আদি যুগ ধরে বেসন ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান হিসেবে পরিচিত। ট্যান তুলতেও এর জুড়ি নেই। একটি পাত্রে বেসন নিয়ে তাতে হলুদ মিশিয়ে ভাল করে গুলে নিন। এবার মিশ্রণটি পুরো মুখে লাগিয়ে ১০-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
5 / 8
একটি পাত্রে এক থেকে দু'চা-চামচ চালের গুঁড়োর সঙ্গে দুধ মিশিয়ে নিন। এবার তৈরি মিশ্রণটি গোটা মুখে লাগান। ফলাফল নিজেই দেখতে পাবেন।
6 / 8
পাকা কলাও ট্যান তুলতে সাহায্য করে। এক্ষেত্রে লাগবে দুটো পাকা কলা, মধু, দুধ। কলা ভাল করে চটকে নিয়ে তাতে কয়েক ফোঁটা মধু দিন। ৪-৫ চা-চামচ দুধ যোগ করুন। মিশ্রণটি ভাল করে গুলে মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন। নিমেষে পরিস্কার হবে মুখ।
7 / 8
ট্যান তোলার অন্যতম আরেকটি উপাদান হল মুসুর ডাল। মিক্সারে মুসুর ডাল বেটে তাতে টমেটো পিউরি ও অ্য়ালোভেরা যোগ করুন। এবার প্য়াকটি মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। শুকিয়ে গেলে পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন।
8 / 8
ডাবের জলে রয়েছে ভিটামিন C ও ল্যাকটিক অ্যাসিড যা প্রাকৃতিক ভাবে ট্যান থেকে মুক্তি দেয়। হাতের তালুতে খানিকটা ডাবের জল নিয়ে মুখে লাগিয়ে নিন ট্যান গায়েব হবে নিমেষে। এছাড়া ত্বকের কালো ছোপও মেটে ডাবের জলে।