Monsoon Skin Care: বর্ষায় ত্বকের দফারফা? এভাবে যত্ন নিলে ফিরবে জেল্লা

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 04, 2023 | 7:21 PM

Skin Care Routine: প্রথমেই ত্বকের জন্য মৃদু ক্লিনজার ব্য়বহার করুন। ত্বক পরিষ্কার করা ভীষণই জরুরি তবে এক্ষেত্রে মৃদু ক্লিনজারই ব্যবহার করা শ্রেয়। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে ও শুষ্কতার সমস্যা মিটবে।

1 / 8
 বর্ষা আসলেও সেভাবে কমেনি গরম। আর গরম ও বর্ষার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে ত্বকের সমস্যাও।

বর্ষা আসলেও সেভাবে কমেনি গরম। আর গরম ও বর্ষার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে ত্বকের সমস্যাও।

2 / 8
 কখনও বৃষ্টি, কখনও আবার গরম এমন আবহাওয়ার কারণে ত্বকের যে সমস্য়াটা সবচেয়ে বেশি হচ্ছে তা হল ত্বক আঁঠালো, চিপচিপে হয়ে যাচ্ছে।

কখনও বৃষ্টি, কখনও আবার গরম এমন আবহাওয়ার কারণে ত্বকের যে সমস্য়াটা সবচেয়ে বেশি হচ্ছে তা হল ত্বক আঁঠালো, চিপচিপে হয়ে যাচ্ছে।

3 / 8
 এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন? ভরসা রাখতে পারেন ঘরোয়া উপায়ে। বিশেষ কিছু পদ্ধতি রয়েছে যা মেনে রূপচর্চা করলেই দূর হবে সব সমস্যা।

এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন? ভরসা রাখতে পারেন ঘরোয়া উপায়ে। বিশেষ কিছু পদ্ধতি রয়েছে যা মেনে রূপচর্চা করলেই দূর হবে সব সমস্যা।

4 / 8
 প্রথমেই ত্বকের জন্য মৃদু ক্লিনজার ব্য়বহার করুন। ত্বক পরিষ্কার করা ভীষণই জরুরি তবে এক্ষেত্রে মৃদু ক্লিনজারই ব্যবহার করা শ্রেয়। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে ও শুষ্কতার সমস্যা মিটবে।

প্রথমেই ত্বকের জন্য মৃদু ক্লিনজার ব্য়বহার করুন। ত্বক পরিষ্কার করা ভীষণই জরুরি তবে এক্ষেত্রে মৃদু ক্লিনজারই ব্যবহার করা শ্রেয়। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে ও শুষ্কতার সমস্যা মিটবে।

5 / 8
এরপর আসা যাক ময়েশ্চারাইজারে। বর্ষায় সবসময় হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তাহলে ত্বকের ছিদ্রগুলো আটকে যাবে না তাই ত্বকে আর্দ্রতা বজায় থাকবে

এরপর আসা যাক ময়েশ্চারাইজারে। বর্ষায় সবসময় হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তাহলে ত্বকের ছিদ্রগুলো আটকে যাবে না তাই ত্বকে আর্দ্রতা বজায় থাকবে

6 / 8
বর্ষায় আরও একটা জিনিস ব্যবহার করতে পারেন তা হল প্রাকৃতিক উদ্ভিদের নির্যাস দিয়ে তৈরি ফেস সিরাম। এতে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা ত্বককে উজ্জ্বল করে তোলে।

বর্ষায় আরও একটা জিনিস ব্যবহার করতে পারেন তা হল প্রাকৃতিক উদ্ভিদের নির্যাস দিয়ে তৈরি ফেস সিরাম। এতে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা ত্বককে উজ্জ্বল করে তোলে।

7 / 8
 আর সানস্ক্রিন ব্যবহার করতে ভুললে চলবে না। বর্ষায় মাঝেমাঝে সূর্যিমামা উঁকি না দিলেও তার সঙ্গে সানস্ক্রিন না ব্যবহার করার কোনও যোগ নেই। তাই সবসময় সানস্ক্রিন ব্যবহার করুন।

আর সানস্ক্রিন ব্যবহার করতে ভুললে চলবে না। বর্ষায় মাঝেমাঝে সূর্যিমামা উঁকি না দিলেও তার সঙ্গে সানস্ক্রিন না ব্যবহার করার কোনও যোগ নেই। তাই সবসময় সানস্ক্রিন ব্যবহার করুন।

8 / 8
 এই সময় ত্বককে হাইড্রেটেড রাখা সবার আগে জরুরি। তাই মৃদু ফেস ওয়াশ ব্যবহার করে মুখ পরিষ্কার করুন। সবচেয়ে ভাল যদি নিম বা অ্য়ালোভেরাযুক্ত ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন।

এই সময় ত্বককে হাইড্রেটেড রাখা সবার আগে জরুরি। তাই মৃদু ফেস ওয়াশ ব্যবহার করে মুখ পরিষ্কার করুন। সবচেয়ে ভাল যদি নিম বা অ্য়ালোভেরাযুক্ত ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন।

Next Photo Gallery