Secret Tips: ক্রিম কিংবা স্পা নয়, গ্লোয়িং স্কিনের সিক্রেট লুকিয়ে এক ক্লিকেই
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
May 30, 2023 | 7:10 PM
Glowing Skin: সব সময় বাজার চলতি প্রোডাক্ট ব্যবহার করবেন না। এতে ত্বকের ক্ষতি হয়। তাই বাড়িতেই বানিয়ে নিন নানা ফেসপ্যাক। এতে ত্বকও থাকবে খুব ভাল। দেখে নিন কী ভাবে বানাবেন
1 / 8
গ্লোয়িং স্কিন পেতে কে আর না চায়! আজকাল অধিকাংশই বাঁচেন সোশ্যাল মিডিয়ায়। সকাল থেকে রাত পর্যন্ত কী ভাবে দিন কাটাচ্ছেন সবই তাঁরা জানাতে থাকেন এই মাধ্যমে।
2 / 8
ফলে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে গেলে নিজেকে তো সুন্দর হতেই হবে। যে কারণে অধিকাংশই চান নিজেকে সুন্দর রাখতে। এবার মুখে সামান্য একটা ব্রণ হলেই চিন্তায় অস্থির হয়ে যান।
3 / 8
কাজের চাপ, দূষণ, রোদ-গরমে সব সময় ত্বকের সঠিক যত্ন নেওয়া যায় না। এই গরমে ত্বকও ক্লান্ত হয়ে পড়ছে। ত্বক ক্লান্ত থাকলে মুখ স্বাভাবিক ভাবেই কালো দেখায়।
4 / 8
মুখের কোনও রকম জেল্লা থাকে না। মুখের জেল্লা বাড়াতে নিয়মিত যত্ন নিতেই হবে। সময় সময় মুখে ক্রিম, জেল মাখলে কিংবা ফেশিয়াল, স্পা করলেই যে মুখের জেল্লা ফিরে আসবে এমনটা নয়।
5 / 8
এমনকী সব সময় পকেটে পার্লারে গিয়ে রূপচর্চা করার মত টাকাও থাকে না। বাড়িতে ফেসপ্যাক বানিয়ে রূপচর্চা করার সময়ও সবার হাতে থাকে না।
6 / 8
গ্লোয়িং স্কিন পেতে কাজে লাগাতে পারেন সহজ ঘরোয়া এই টোটকা। রোজ যদি নিয়ম করে মানতে পারেন তাহলে ফল পাবেনই।
7 / 8
এক কাপ কাঁচা দুধ, মধু খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার তা ফ্রিজে রেখে দিন কয়েক ঘণ্টার জন্য তা ঠান্ডা হলে বরফের ট্রে তে দিয়ে ডিপ ফ্রিজে জমতে দিন। একটা করে কিউব রোজ ব্যবহার করুন।
8 / 8
এই কিউব গুলো মুখে ভাল করে ঘষলে ব্লাড সার্কুলেশন ভাল হবে। রক্ত সঞ্চালন ভাল হলে গ্লো এমনিই বাড়বে। এছাড়াও স্ট্রেস কমবে সেই সঙ্গে ত্বকও ভাল থাকবে।