Rani Mukherjee’s Fashion: আঁচলে ‘মা’ লেখা শাড়িতে নজর কাড়ছেন রানি মুখার্জী

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Apr 05, 2023 | 12:49 PM

Rani Mukherjee's Fashion Statement: নীনা গুপ্তার মেয়ে মাসাবার ডিজাইন করা একটি সাধারণ সাদা শাড়িতেও সমান ভাবে নজর কাড়ছেন রানী।

1 / 8
তাঁর অভিনয় এবং ব্যক্তিত্বের জন্য় বরাবরই নজর কাড়েন। বয়স যত বাড়ছে তত যেন আরও সুন্দরী হয়ে উঠছেন রানি মুখার্জী।

তাঁর অভিনয় এবং ব্যক্তিত্বের জন্য় বরাবরই নজর কাড়েন। বয়স যত বাড়ছে তত যেন আরও সুন্দরী হয়ে উঠছেন রানি মুখার্জী।

2 / 8
সম্প্রতি মুক্তি পেয়েছে 
তাঁর ছবি 'মিসেস চ্য়াটার্জী ভার্সেস নরওয়ে'। ইদানীং রানী তাঁর ফ্যাশান স্টেটমেন্টে কিছু পরিবর্তন এনেছেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি 'মিসেস চ্য়াটার্জী ভার্সেস নরওয়ে'। ইদানীং রানী তাঁর ফ্যাশান স্টেটমেন্টে কিছু পরিবর্তন এনেছেন।

3 / 8
শাড়ির পাশাপাশি পরছেন কালারফুল পোশাকও। ঢোলা শার্ট ও বয়ফ্রেন্ড ফিটেড জিন্সে দেখা যায় তাঁকে। জিন্সে রয়েছে অ্যাপলিকের কাজ করা। শার্টের পিছনে রয়েছে ফেবরিকও।

শাড়ির পাশাপাশি পরছেন কালারফুল পোশাকও। ঢোলা শার্ট ও বয়ফ্রেন্ড ফিটেড জিন্সে দেখা যায় তাঁকে। জিন্সে রয়েছে অ্যাপলিকের কাজ করা। শার্টের পিছনে রয়েছে ফেবরিকও।

4 / 8
দিলওয়ালে ছবিতে এই জুটিকে শেষ দেখা গিয়েছিল। তবে রানির সঙ্গে শাহরুখের দেখা নেই বহু বছর। তাই আর অপেক্ষা সইছে না। রোম্যান্সিক হিরোকে পর্দায় রোম্যান্সেই ফিরে পেতে চায় ভক্তরা।

দিলওয়ালে ছবিতে এই জুটিকে শেষ দেখা গিয়েছিল। তবে রানির সঙ্গে শাহরুখের দেখা নেই বহু বছর। তাই আর অপেক্ষা সইছে না। রোম্যান্সিক হিরোকে পর্দায় রোম্যান্সেই ফিরে পেতে চায় ভক্তরা।

5 / 8
শাড়িতে তিনি বরাবরই হিট। কালো একটি একরঙা শাড়িতে ফুটে উঠেছে তাঁর সৌন্দর্য। শাড়ির আঁচলে লেখা মা।

শাড়িতে তিনি বরাবরই হিট। কালো একটি একরঙা শাড়িতে ফুটে উঠেছে তাঁর সৌন্দর্য। শাড়ির আঁচলে লেখা মা।

6 / 8
আজকাল কালারফুল জামারাপড়ের দিকে ঝোঁক হয়েছে অভিনেত্রীর। একটি গেরুয়া সালওয়ারের সঙ্গে বিভিন্ন রঙ দিয়ে ছক কাটা ওড়না। কপালে কালো টিপ।

আজকাল কালারফুল জামারাপড়ের দিকে ঝোঁক হয়েছে অভিনেত্রীর। একটি গেরুয়া সালওয়ারের সঙ্গে বিভিন্ন রঙ দিয়ে ছক কাটা ওড়না। কপালে কালো টিপ।

7 / 8
নীনা গুপ্তার মেয়ে মাসাবা গুপ্তার ডিজাইন করা একটি সাধারণ সাদা শাড়িতেও সমান ভাবে নজর কাড়ছেন রানি। সঙ্গে পরেছেন বুক কাটা হাইনেক ব্লাউজ। কপালের কালো টিপ যেন সম্পূর্ণ করছে তাঁর লুক।

নীনা গুপ্তার মেয়ে মাসাবা গুপ্তার ডিজাইন করা একটি সাধারণ সাদা শাড়িতেও সমান ভাবে নজর কাড়ছেন রানি। সঙ্গে পরেছেন বুক কাটা হাইনেক ব্লাউজ। কপালের কালো টিপ যেন সম্পূর্ণ করছে তাঁর লুক।

8 / 8
সেমি অফ শোল্ডার টপের সঙ্গে কার্লি হেয়ারস্টাইল। এই পোশাকেও দুর্দান্ত দেখাচ্ছে তাঁকে।

সেমি অফ শোল্ডার টপের সঙ্গে কার্লি হেয়ারস্টাইল। এই পোশাকেও দুর্দান্ত দেখাচ্ছে তাঁকে।

Next Photo Gallery