Gopal Dress Market In Kolkata: নিজের জামা তো হল, পুজোয় বাড়ির সবচেয়ে বড় সদস্যের জামা কোথায় কিনবেন?

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Oct 02, 2023 | 6:00 AM

Laddu Gopal Dress: নেটের জামা, স্টোনওয়ার্কের জামা, মোতি দেওয়া ঘাঘরা এসবও পেয়ে যাবেন এই মার্কেট থেকে। ভারী কাজের জামার দাম ১৭০ টাকা। এমনি জামার দাম শুরু ৫০ টাকা থেকে। একবার দেখলে আপনার নিতে ইচ্ছে করবেই , সঙ্গে পাগড়ি ও নানা গয়নাও কিন্তু পেয়ে যাবেন

1 / 8
আর মাত্র কয়েকদিন পরই পুজো। জোরকদমে চলছে পুজোর শপিং। বৃষ্টিকে উপেক্ষা করেই জমজমাট পুজোর বাজার। সেল চলছে অনলাইনেও

আর মাত্র কয়েকদিন পরই পুজো। জোরকদমে চলছে পুজোর শপিং। বৃষ্টিকে উপেক্ষা করেই জমজমাট পুজোর বাজার। সেল চলছে অনলাইনেও

2 / 8
সারা বছর যতই কেনাকাটা হোক না কেন পুজোর সময় শপিং এর মধ্যে একটা অন্য রকম আনন্দ আর উত্তেজনা থাকে। আগে বাঙালিদের বছরে দুবার নতুন পোশাক কেনার চল ছিল। পয়লা বৈশাখ আর পুজো

সারা বছর যতই কেনাকাটা হোক না কেন পুজোর সময় শপিং এর মধ্যে একটা অন্য রকম আনন্দ আর উত্তেজনা থাকে। আগে বাঙালিদের বছরে দুবার নতুন পোশাক কেনার চল ছিল। পয়লা বৈশাখ আর পুজো

3 / 8
এখন দিন বদলেছে। নিজের প্রয়োজনেই নিয়ম করে পোশাক কিনতে হয়। কাজের প্রয়োজনে বাড়ির বাইরে বেশি বেরোতে হয় আর তার জন্য পোশাক লাগে। এছাড়াও সোশ্যাল মিডিয়া তো আছেই

এখন দিন বদলেছে। নিজের প্রয়োজনেই নিয়ম করে পোশাক কিনতে হয়। কাজের প্রয়োজনে বাড়ির বাইরে বেশি বেরোতে হয় আর তার জন্য পোশাক লাগে। এছাড়াও সোশ্যাল মিডিয়া তো আছেই

4 / 8
আগেও থাকত, এখনও আছে। তবে ইদানিং কালে অনেকের বাড়িতেই গোপাল আছেন। আমাদের বাড়ির সিংহাসন দুড়ে যাঁরা থাকেন তাঁরা হলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য পরিবারের

আগেও থাকত, এখনও আছে। তবে ইদানিং কালে অনেকের বাড়িতেই গোপাল আছেন। আমাদের বাড়ির সিংহাসন দুড়ে যাঁরা থাকেন তাঁরা হলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য পরিবারের

5 / 8
যাঁদের বাড়িতে গোপাল আছেন তাঁরা সকলেই পরিবারের আর তিনজন সদস্যের সঙ্গেই তাঁর তুলনা করেন। পুজোর শপিং শুরু হওয়ার আগে তাই গোপালের কিছু সুন্দর সুন্দর জামা, পাগড়ি, গয়না চাই

যাঁদের বাড়িতে গোপাল আছেন তাঁরা সকলেই পরিবারের আর তিনজন সদস্যের সঙ্গেই তাঁর তুলনা করেন। পুজোর শপিং শুরু হওয়ার আগে তাই গোপালের কিছু সুন্দর সুন্দর জামা, পাগড়ি, গয়না চাই

6 / 8
এখন অনেকেই নিজের হাতে ঠাকুরের জামা বানান। তাঁত, আজরক, হ্যান্ডলুম, সিল্ক- নানা স্টাইলের কাপড় উরর বানানো হয় গোপালের জামা-ঘাঘরা। আর গোপাল যখন এই সব পোশাক পরে থাকেন তখন দেখতেও খুব সুন্দর লাগে

এখন অনেকেই নিজের হাতে ঠাকুরের জামা বানান। তাঁত, আজরক, হ্যান্ডলুম, সিল্ক- নানা স্টাইলের কাপড় উরর বানানো হয় গোপালের জামা-ঘাঘরা। আর গোপাল যখন এই সব পোশাক পরে থাকেন তখন দেখতেও খুব সুন্দর লাগে

7 / 8
গোপালের জামা এখন অনেক জায়গাতেই পাওয়া যায়। তবে গোপালের ফ্যাশনেবল জামার ওয়ান স্টপ ডেস্টিনেশন হল হাতিবাগান। এছাড়াও পছন্দসই জামা পাবেন বড়বাজারে

গোপালের জামা এখন অনেক জায়গাতেই পাওয়া যায়। তবে গোপালের ফ্যাশনেবল জামার ওয়ান স্টপ ডেস্টিনেশন হল হাতিবাগান। এছাড়াও পছন্দসই জামা পাবেন বড়বাজারে

8 / 8
এছাড়াও নেটের জামা, স্টোনওয়ার্কের জামা, মোতি দেওয়া ঘাঘরা এসবও পেয়ে যাবেন এই মার্কেট থেকে। ভারী কাজের জামার দাম ১৭০ টাকা। এমনি জামার দাম শুরু ৫০ টাকা থেকে। একবার দেখলে আপনার নিতে ইচ্ছে করবেই

এছাড়াও নেটের জামা, স্টোনওয়ার্কের জামা, মোতি দেওয়া ঘাঘরা এসবও পেয়ে যাবেন এই মার্কেট থেকে। ভারী কাজের জামার দাম ১৭০ টাকা। এমনি জামার দাম শুরু ৫০ টাকা থেকে। একবার দেখলে আপনার নিতে ইচ্ছে করবেই

Next Photo Gallery