Bhaiphota 2024 Gift Ideas: রাশি মিলিয়ে জেনে নিন ভাইফোঁটায় বোনকে কী উপহার দেবেন?
Bhaiphota 2024Gift Ideas: প্রতি বছর ভাইফোঁটার সময় এই এক সমস্যা! কী উপহার দেবেন ভেবেই পান না। এখনও যদি ভেবে না পান, নিজের আদরের বোনকে কী দেবেন তাহলে কিন্তু ভরসা রাখতে পারেন জ্যোতিষ শাস্ত্রে।
1 / 8
ভাই-বোনের অটুট পবিত্র সম্পর্কের প্রতীক ভাইফোঁটা। ভাইয়ের মঙ্গল কামনায় তাঁকে ফোঁটা দেয় বোন। কপালে চন্দনের ফোঁটা দিয়ে মন্ত্রোচ্চারণ করে পালন করা হয় রীতি। হিন্দু ধর্মালম্বীদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরেই ভাইকে সাজিয়ে মিষ্টি-নোনতা খেতে দেওয়া হয়। ভাইও উপহার দেন বোনকে। তবে প্রশ্ন হল কী উপহার দেবেন?
2 / 8
প্রতি বছর ভাইফোঁটার সময় এই এক সমস্যা! কী উপহার দেবেন ভেবেই পান না। এখনও যদি ভেবে না পান, নিজের আদরের বোনকে কী দেবেন তাহলে কিন্তু ভরসা রাখতে পারেন জ্যোতিষ শাস্ত্রে। জেনে নিন এই দিন রাশি অনুযায়ী কোন রাশির জাতককে কী দেওয়া শুভ? কোন উপহার ভাই-বোন উভয়ের জন্যই শুভ?
3 / 8
মেষ রাশির জাতক হলে বোনেদের জন্য উপযুক্ত লাল রং। এই রঙের কোনও পোশাক বা উপহার দিতে পারেন অনায়াসে। দস্তার জিনিসও দিতে পারেন। বৃষ রাশির জাতক হলে সাদা রং তাঁদের জন্য শুভ। সাদা জিনিস বা রুপোর তৈরি জিনিস দিতে পারেন। পার্স পছন্দ হলে তাও দিতে পারেন ভাইফোঁটায়।
4 / 8
আপনার বোন কি মিথুন রাশির জাতক? তাহলে তাঁকে উপহার দেওয়ার জন্য বেছে নিন সবুজ রং। এই রঙের ঘর সাজাবার সামগ্রী বা বৈদ্যুতিন কোনও জিনিস দিতে পারেন, যেমন ঘড়ি, হেয়ার ড্রায়ার বা হেয়ার স্ট্রেটনার বা অন্য কিছু। কর্কট রাশির জাতক হলে উপহার দিতে পারেন সাদার রঙের কিছু। অথবা মুক্তোর তৈরির জিনিস এই রাশির জাতকদের জন্য বেশ শুভ।
5 / 8
আপনার বোন বা দিদি যদি সিংহ রাশির জাতক হন তাহলে, সোনালি রঙের কোনও উপহার দিতে পারেন। কমলা রঙের মিষ্টিও দিতে পারেন। কন্যা রাশির জাতক হলে বই বা চকোলেট কিন্তু আপনার প্রিয় বোনের জন্য একদম উপযুক্ত। বা চাইলে গণেশের মূর্তি উপহার দিতে পারেন আপনি।
6 / 8
তুলা রাশির জাতক হলে দিদির জন্য কিনতে পারেন রেশমের কোনও উপহার। বা সুগন্ধী উপহার দিতে পারেন। এই ধরনের সামগ্রী এই রাশির জাতকদের জন্য শুভ। বৃশ্চিক রাশির জাতক হলে এই দিন কমলা রঙের মিষ্টি খাওয়া হবে। বোনের প্রয়োজন মতো কোনও সামগ্রীও দিতে পারেন।
7 / 8
আপনার বোন কি ধনু রাশির জাতিকা? সে ক্ষেত্রে ভাইফোঁটায় তাঁকে দেওয়ার জন্য উপযুক্ত উপহার হল কানের দুল। মকর রাশি জাতিকা হলে তাঁদের জন্য চুমকি বা জড়ির কাজ কোনও পোশাক বা সামগ্রী বেশ শুভ।
8 / 8
কুম্ভ রাশির জাতক হলে বোনকে বরং এই বছর ভাইফোঁটায় শীতের কোনও পোশাক যেমন - সোয়েটার, মাফলার, শাল বা জ্যাকেট জাতীয় সামগ্রী উপহার দিতে পারেন। মীন রাশির জাতক হলে আপনার বোন বা দিদিকে প্রসাধনী সামগ্রী দিতে পারেন।