TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Jul 27, 2023 | 9:53 PM
চুল নিয়ে সমস্যার শেষ নেই। চুল ঝরে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চিটচিট করছে এমন অভিযোগ সকলেই করেন। কারো চুল শুষ্ক আবার কারো চুল অতিরিক্ত তৈলাক্ত, কেউ চুল পড়ার সমস্যায় অস্থির, আবার কারো চুল ঘন কিন্তু তাতে কোন ঝলমলে বা সৌন্দর্য নেই।
ত্বক তৈলাক্ত নাকি মিশ্র তা দেখে যেমন আমরা ত্বকের জন্য তেল বাছাই করি তেমনই, ক্রিম বেছে নিই সেই একই ভাবে চুলের জন্যও তেল আলাদা করে নিতে হবে।
যদি চুল শুষ্ক, রুক্ষ্ম হয় তাহলে নারকেল তেল সবচাইতে ভাল। নারকেল তেল ছাড়াও অরগ্যান অয়েল, জোজোবা অয়েল ব্যবহার করতে পারেন।
খুশকির জন্য সবচাইতে ভাল হল টি ট্রি অয়েল। এই তেল মাথায় লাগালে খুশকির সমস্যার দ্রুত সমাধান হয়ে যায়।
চুল কালো করতে জবাকুসুম তেল খুব ভাল কাজ করে। সপ্তাহে দু দিন নিয়ম করে এই তেল লাগান। এতে অনেকদিন পর্যন্ত চুলে কোনও পাক ধরবে না।
নারকেল তেলের সঙ্গে কারিপাতা, মেথি, কালোজিরে দিয়ে ফুটিয়ে নিন। এরপর সেই তেল ছেঁকে নিয়ে চুলের গোড়ায় লাগান। এতেও বেশ ভাল কাজ হবে।
চুল পড়ে যাওয়ার সমস্যায় ক্যাস্টর অয়েল ভাল কাজ করে। এই তেল খুব মোটা। তাই নারকেল তেলের সঙ্গে মিশিয়ে তবেই এই তেল মাথায় লাগাবেন। সপ্তাহে একদিন মাখলেই কাজ হবে।