
বর্ষাকালে চুল পড়ার সমস্যা বাড়ে। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। এর জেরে চুলের গোড়া আলগা হয়ে যায়। তাই একটু টান পড়লেই চুল উঠতে থাকে। কিন্তু প্রতিবার চুল আঁচড়াতে গিয়ে যদি চুল উঠতে থাকে, মন খারাপ হয়ে যায়।

দিনে ১০০টা পর্যন্ত চুল পড়া স্বাভাবিক। কিন্তু রোজ যদি মুঠো মুঠো চুল উঠতে থাকে, তাহলে খুঁজে নিতে হবে সমাধান। চুলের সমস্যা দুর করতে বেশিরভাগ মানুষ তেল, শ্যাম্পুর জোর দেন। কিন্তু অ্যালোভেরার সাহায্যেও আপনি চুল পড়াকে রোধ করতে পারেন।

ত্বকের পরিচর্যায় অ্যালোভেরা সবসময় সেরা ফল প্রদান করে। একইভাবে, চুলের যত্ন নিতেও সাহায্য করে অ্যালোভেরা। এমনকী চুল পড়াকে চিরকালের জন্য বন্ধ করে দিতে পারে অ্যালোভেরা জেল। কীভাবে ব্যবহার করবেন, রইল টিপস।

অ্যালোভেরা স্ক্যাল্পের সমস্যা কমাতে উপযোগী। খুশকির সমস্যা দূর করে অ্যালোভেরা। পাশাপাশি চুল পড়াকে প্রতিরোধ করে চুলের বৃদ্ধিতে সাহায্য করে এই প্রাকৃতিক উপাদান। কিন্তু অ্যালোভেরাকে সঠিক উপায়ে ব্যবহার করা উচিত।

অ্যালোভেরার মধ্যে ভিটামিন এ, ই এবং সি রয়েছে। স্ক্যাল্পে অ্যালোভেরা ব্যবহার করলে এটি সমস্ত ময়লা, তেল পরিষ্কার করে দেয়। এতে চুলের বৃদ্ধি ঘটে। পাশাপাশি চুলের গোড়া মজবুত হয়। এভাবেও অ্যালোভেরা চুল পড়াকে প্রতিরোধ করে।

অ্যালোভেরার মধ্যে ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে। তাই খুশকির কারণে যদি স্ক্যাল্পে চুলকানি, চুল পড়ার সমস্যা দেখা দেয়, তাহলেও কাজে আসে এই প্রাকৃতিক উপাদানটি।

আজকাল প্রায় সকলের বাড়িতেই অ্যালোভেরার গাছ রয়েছে। সেখান থেকে একটা লতা পাতা কেটে দিন। খোসা ছাড়িয়ে অ্যালোভেরার নির্যাস বের করে নিন। এবার ওই নির্যাস ব্লেন্ডারে দিয়ে ভাল করে পেস্ট বানিয়ে নিন।

এই তাজা অ্যালোভেরা জেল নিয়ে স্ক্যাল্পে ও চুলে ৫-১০ মিনিট ভাল করে মালিশ করুন। এরপর ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর সাধারণ জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। শেষে কন্ডিশনার মেখে নিন। সপ্তাহে ২-৩ বার এভাবে অ্যালোভেরা ব্যবহার করলেই ফল পাবেন হাতে-নাতে।