Weight Loss Recipe: ওটসের এই রেসিপি রাখুন ওয়েট লস জার্নিতে, পেট ভরবে আর খেতেও লাগবে ভাল
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Jul 16, 2023 | 6:58 PM
Oats With Almond Milk: এভাবে ওটস খেলে খেতে ভাল লাগবে আর ওজনও কমবে। ওটস এভাবে সারারাত ফ্রিজে রাখলে এর মধ্যে প্রোবায়োটিক তৈরি হয়। যা আমাদের শরীরের জন্য খুব ভাল।
1 / 8
ওটস খেলেও অনেকের পেটের সমস্যা হয়। বিশেষত দুধ বা দই ছাড়া ওটস একেবারেই খাওয়া যায় না। এবার এই দুধ বা দই খেলেই হজম জনিত নানা সমস্যে দেখা যায়।
2 / 8
ব্রেকফাস্টে দুধ-ওটস খেয়ে আসার পর নেকেরই পেট ফাঁপা, গ্যাস, অ্যাসিডিটি হজমের সমস্যা এসব হয়। আর গ্যাস-পেট ফাঁপার মত সমস্যা হলে শরীরে একটা অস্বস্তি লেগে থাকে, কোনও কাজ মন দিয়ে করা যায় না।
3 / 8
সেক্ষেত্রে ওটস খান এই ভাবে। এতে পেট ভরা থাকবে আর হজমের কোনও রকম সমস্যা হবে না। সেই সঙ্গে ওজনও ঝরবে খুব তাড়াতাড়ি। দেখে নিন কী ভাবে খাবেন।
4 / 8
আগের রাতে গরম জলে ৬-৯ টি আমন্ড ভিজিয়ে রাখুন। পরদিন সকালে আগে আমন্ডের খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার এই আমন্ডের মধ্যে এক কাপ মাপে জল দিয়ে খুব ভাল করে ভিজিয়ে রাখুন।
5 / 8
২ চামচ ওটস আগে থেকেই গরম জলে ভিজিয়ে রাখুন। একটা বোলে একটা পাকা কলা নিয়ে স্ম্যাশ করে নিতে হবে। এবার ভিজিয়ে রাখা ওটসের থেকে জল ঝারিয়ে নিতে হবে ভাল করে।
6 / 8
কলার মধ্যে দু চামচ ওটস, এক চামচ চিয়া সিড, দুটো খেজুর কুচি করে দিয়ে ওর মধ্যে আমন্ড মিল্ক মিশিয়ে দিন। এবার তা সারারাত ফ্রিজে রেখে দিন।
7 / 8
কুমড়োর বীজ আগে থেকেই ড্রাই রোস্ট করে রাখুন। পরদিন সকালে এর মধ্যে ওই বীজ মিশিয়ে খেয়ে নিন। এতে খেতে খুব ভাল লাগে। সঙ্গে মিশিয়ে নিন দারুচিনির গুঁড়ো।
8 / 8
এভাবে বাচ্চাদেরও ওটস দিতে পারেন ব্রেকফাস্টে বিশেষত যাদের ল্যাকটোজ অ্যালার্জি রয়েছে