Oats Dosa: লাগবে না হরমোনের ওষুধ এভাবে দোসা বানিয়ে খেলেই সারবে PCOD
PCOD Breakfast Ideas: গ্রাইন্ডারে এই মশলা আর সামান্য জল দিয়ে ব্লেন্ড করে চাটনি বানিয়ে নিন। কড়াইতে সামান্য তেল দিয়ে হিং দিন। গন্ধ উঠলেই বেটে নেওয়া চাটনি ঢেলে দিন। এর মধ্যে স্বাদমতো নুন, টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো মিশিয়ে নিন ভাল করে।