Rose Water for Eye: চোখ ঢেকেছে কালিতে? মুছে দিন গোলাপ জল দিয়ে

Dark Circle Treatment: মানসিক চাপ, ঘুমের অভাবের কারণে চোখে-মুখেও ক্লান্তি ছাপ দেখা যায়। দীর্ঘদিন ধরে এমনটা চলতে থাকলে চোখের তলায় পড়ে। কিন্তু চোখের তলার কালচে ছোপ দূর করা কঠিন। তবে, গোলাপ জলকে এই ৬ উপায়ে ব্যবহার করলে দূর হয়ে যাবে ডার্ক সার্কেলের সমস্যা।

| Edited By: megha

Apr 29, 2023 | 11:15 AM

1 / 8
মানসিক চাপ, ঘুমের অভাবের কারণে চোখে-মুখেও ক্লান্তি ছাপ দেখা যায়। দীর্ঘদিন ধরে এমনটা চলতে থাকলে চোখের তলায় পড়ে। কিন্তু চোখের তলার কালচে ছোপ দূর করা কঠিন। তবে, গোলাপ জলকে এই ৬ উপায়ে ব্যবহার করলে দূর হয়ে যাবে ডার্ক সার্কেলের সমস্যা।

মানসিক চাপ, ঘুমের অভাবের কারণে চোখে-মুখেও ক্লান্তি ছাপ দেখা যায়। দীর্ঘদিন ধরে এমনটা চলতে থাকলে চোখের তলায় পড়ে। কিন্তু চোখের তলার কালচে ছোপ দূর করা কঠিন। তবে, গোলাপ জলকে এই ৬ উপায়ে ব্যবহার করলে দূর হয়ে যাবে ডার্ক সার্কেলের সমস্যা।

2 / 8
ডার্ক সার্কেলের সমস্যা দূর করতে এই গোলাপ জল দারুণ উপকারী। গোলাপ জল আপনি সরাসরি চোখের চারপাশে লাগাতে পারেন। মিনিট পনেরো পর শুকিয়ে গেলে ময়েশ্চারাইজার বা আই ক্রিম লাগিয়ে নিন। চোখের চারপাশের চামড়া ময়েশ্চারাইজড থাকলে

ডার্ক সার্কেলের সমস্যা দূর করতে এই গোলাপ জল দারুণ উপকারী। গোলাপ জল আপনি সরাসরি চোখের চারপাশে লাগাতে পারেন। মিনিট পনেরো পর শুকিয়ে গেলে ময়েশ্চারাইজার বা আই ক্রিম লাগিয়ে নিন। চোখের চারপাশের চামড়া ময়েশ্চারাইজড থাকলে

3 / 8
২ চামচ কাঁচা দুধের সঙ্গে ২ চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে তুলোর বল ডুবিয়ে চোখের চারপাশে ভাল করে বুলিয়ে নিন। ২০-২৫ মিনিট আবার এই মিশ্রণটি চোখের চারপাশে লাগিয়ে নিন। কিছুক্ষণ রাখার পর ঠান্ডা জল দিয়ে চোখ ধুয়ে নিন। প্রতিদিন এই উপায়ে গোলাপ জল ব্যবহার করলে ডার্ক সার্কেলের সমস্যা দূর হয়ে যাবে।

২ চামচ কাঁচা দুধের সঙ্গে ২ চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে তুলোর বল ডুবিয়ে চোখের চারপাশে ভাল করে বুলিয়ে নিন। ২০-২৫ মিনিট আবার এই মিশ্রণটি চোখের চারপাশে লাগিয়ে নিন। কিছুক্ষণ রাখার পর ঠান্ডা জল দিয়ে চোখ ধুয়ে নিন। প্রতিদিন এই উপায়ে গোলাপ জল ব্যবহার করলে ডার্ক সার্কেলের সমস্যা দূর হয়ে যাবে।

4 / 8
শসা কুচিয়ে তার রস বের করে নিন। শসার রসের সঙ্গে ১ চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এই মিশ্রণটা কিছুক্ষণ ফ্রিজে রাখুন। এবার এতে তুলোর বল ভিজিয়ে চোখের উপর চাপা দিয়ে রাখুন। ১৫ মিনিট পর তুলোর বল তুলে ফেলে দিন। এতেও কাজ হবে।

শসা কুচিয়ে তার রস বের করে নিন। শসার রসের সঙ্গে ১ চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এই মিশ্রণটা কিছুক্ষণ ফ্রিজে রাখুন। এবার এতে তুলোর বল ভিজিয়ে চোখের উপর চাপা দিয়ে রাখুন। ১৫ মিনিট পর তুলোর বল তুলে ফেলে দিন। এতেও কাজ হবে।

5 / 8
শসার মতোই আলুকে গ্রেট করে তার রস বের করে নিন। এবার ওই আলুর রসের সঙ্গে গোলাপ জল মিশিয়ে দিন। এবার মিশ্রণটি দিয়ে তুলোর বল ভিজিয়ে নিন। তারপর এটা চোখের উপর ১৫ মিনিট রেখে দিন। তারপর সাধারণ জল দিয়ে চোখ ধুয়ে নিন।

শসার মতোই আলুকে গ্রেট করে তার রস বের করে নিন। এবার ওই আলুর রসের সঙ্গে গোলাপ জল মিশিয়ে দিন। এবার মিশ্রণটি দিয়ে তুলোর বল ভিজিয়ে নিন। তারপর এটা চোখের উপর ১৫ মিনিট রেখে দিন। তারপর সাধারণ জল দিয়ে চোখ ধুয়ে নিন।

6 / 8
গ্রিন টি ডার্ক সার্কেলের সমস্যা দূর করতে দারুণ কার্যকর। প্রথমে চা বানিয়ে ঠান্ডা করে নিন। এবার ওই চায়ের সঙ্গে গোলাপ মিশিয়ে দিন। এই মিশ্রণে তুলোর বল ভিজিয়ে চোখের উপর রেখে দিন। এতে আপনার চোখের তলার কালি দূর হয়ে যাবে। অবশিষ্ট মিশ্রণটা ফ্রিজেও রাখতে পারেন।

গ্রিন টি ডার্ক সার্কেলের সমস্যা দূর করতে দারুণ কার্যকর। প্রথমে চা বানিয়ে ঠান্ডা করে নিন। এবার ওই চায়ের সঙ্গে গোলাপ মিশিয়ে দিন। এই মিশ্রণে তুলোর বল ভিজিয়ে চোখের উপর রেখে দিন। এতে আপনার চোখের তলার কালি দূর হয়ে যাবে। অবশিষ্ট মিশ্রণটা ফ্রিজেও রাখতে পারেন।

7 / 8
এছাড়া আপনি দুটো টি ব্যাগ গোলাপ জলে মিনিট ডুবিয়ে রাখতে পারেন। তারপর ওই টি ব্যাগ গোলাপ জল থেকে তুলে চোখের উপর চাপিয়ে রাখুন। ওই অবস্থায় মিনিট পনেরো চোখ বন্ধ করে শুয়ে থাকুন। এভাবে চোখের টি ব্যাগ ব্যবহার করলে দ্রুত চোখের কালি মুছে যাবে।

এছাড়া আপনি দুটো টি ব্যাগ গোলাপ জলে মিনিট ডুবিয়ে রাখতে পারেন। তারপর ওই টি ব্যাগ গোলাপ জল থেকে তুলে চোখের উপর চাপিয়ে রাখুন। ওই অবস্থায় মিনিট পনেরো চোখ বন্ধ করে শুয়ে থাকুন। এভাবে চোখের টি ব্যাগ ব্যবহার করলে দ্রুত চোখের কালি মুছে যাবে।

8 / 8
সাধারণ জলের সঙ্গে গোলাপ জল মিশিয়ে চোখের চারপাশে লাগিয়ে নিন। এরপর কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকুন। এই উপায়ে আপনার চোখের উপর চাপ কমবে। ধীরে ধীরে চোখের তলার কালিও দূর হয়ে যাবে।

সাধারণ জলের সঙ্গে গোলাপ জল মিশিয়ে চোখের চারপাশে লাগিয়ে নিন। এরপর কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকুন। এই উপায়ে আপনার চোখের উপর চাপ কমবে। ধীরে ধীরে চোখের তলার কালিও দূর হয়ে যাবে।