Jeera Water: গ্যাস-অম্বলে প্রায়ই কি ভোগায়? হেঁশেলের এই মশলার গুণেই পাবেন ম্যাজিক ফল
TV9 Bangla Digital | Edited By: megha
Aug 15, 2023 | 8:45 AM
Health Benefits: বাঙালির হেঁশেলে গোটা জিরে থাকবে না, তা হয় না। খাবারে স্বাদ বাড়ানো থেকে শুরু করে একাধিক উপকারিতা প্রদান করে গোটা জিরে। কিন্তু সবকিছু মাত দিতে পারে খালি পেটে জিরের জল।
1 / 8
বাঙালির হেঁশেলে গোটা জিরে থাকবে না, তা হয় না। খাবারে স্বাদ বাড়ানো থেকে শুরু করে একাধিক উপকারিতা প্রদান করে গোটা জিরে। কিন্তু সবকিছু মাত দিতে পারে খালি পেটে জিরের জল।
2 / 8
জিরের মধ্যে ভিটামিন এ, ই এবং কে-এর মতো প্রয়োজনীয় পুষ্টি রয়েছে। এটি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে এবং বিপাকীয় হার বাড়াতে সাহায্য করে।
3 / 8
জিরের মধ্যে আয়রন, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ রয়েছে। এগুলো দেহে অক্সিজেন সঞ্চালন বাড়াতে, হাড়ের স্বাস্থ্য বাড়াতে এবং স্নায়ুবিক কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।
4 / 8
জিরের জল পান করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এই পানীয়তে রয়েছে ফাইবার। এটি প্রাকৃতিক উপায়ে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।
5 / 8
জিরের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা শারীরিক প্রদাহ কমাতে সাহায্য করে। রোজ জিরের জল পান করলে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি সহজেই কমানো যায়।
6 / 8
জিরের মধ্যে এমন অনেক যৌগ রয়েছে যা, পাচন এনজাইমগুলোর উৎপাদনকে উদ্দীপিত করে। এটি হজম স্বাস্থ্য বাড়াতে এবং দেহে পুষ্টি শোষণে সাহায্য করে। পাশাপাশি পাচনতন্ত্রের খেয়াল রাখে জিরের জল।
7 / 8
ওজন কমাতে সাহায্য করে জিরের জল। যদি আপনি ওবেসিটির ঝুঁকিতে থাকেন, তাহলেও পান করতে পারেন জিরের জল। এটি বিপাকীয় হার বাড়িয়ে চর্বি পোড়াতে সাহায্য করে।
8 / 8
শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে জিরের জল। জিরের জল পান করলে শরীরে জমে থাকা সমস্ত দূষিত পদার্থ বেরিয়ে যায়। এতে সামগ্রিক স্বাস্থ্য উন্নত হয়। পাশাপাশি আয়ু বাড়ে।