Acne Problem: হলুদ-তেলের ম্যাজিকেই দূর হবে ব্রণ-অ্যাকনে
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Oct 26, 2023 | 7:33 PM
Skin care Tips: মুখ কালো হলে দেখতে বাজে লাগে। আর সেই দাগ চটজলদি তুলে ফেলতে না পারলে মুখে ময়লার লেয়ার পড়তেই থাকে। এতে চামড়া ভাঁজ হয়ে যায়, কুঁচকে যায়, ত্বক অনেক বেশি নিষ্প্রাণ হয়ে যায়
1 / 8
পুজোর সময় রোজ বেরনো, ঠাকুর দেখা, সারা রাত জেগে ঠাকুর দেখে শরীরের পাশাপাশি ত্বকেরও দফারফা। ত্বকে ক্লান্তির ছাপ স্পষ্ট, এছাড়াও অনেকেরই মুখ কালো হয়ে গিয়েছে
2 / 8
এছাড়াও ব্রণর সমস্যা, মুখে দাগ-ছোপ , মুখে ট্যান পড়ে যাওয়া এসব তো আছেই। মুখে মেকআপ করার পর যদ তা বাড়ি ফিরে ভাল করে না রিমুভ করা হয় তাহলে সমস্যা হবেই
3 / 8
মুখ কালো হলে দেখতে বাজে লাগে। আর সেই দাগ চটজলদি তুলে ফেলতে না পারলে মুখে ময়লার লেয়ার পড়তেই থাকে। এতে চামড়া ভাঁজ হয়ে যায়, কুঁচকে যায়, ত্বক অনেক বেশি নিষ্প্রাণ হয়ে যায়
4 / 8
আর তাই পুজোর পর মুখের যত্ন নিতে নিয়মিত ভাবে মুখ পরিষ্কার করতেই হবে। সঙ্গে বেশি করে জল খেতে হবে। বাইরে থেকে বাড়িতে ফিরলে আগে মুখ ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিন
5 / 8
এদিকে শীত পড়তে শুরু করেছে। চামড়া খসখস করছে, টান পড়ছে যে কারণে মুখে নিয়ম করে টোনার লাগান। কোনও রকম জেল লাগাবেন না। এতে মুখ অনেক বেশি শুষ্ক হয়ে যেতে পারে। ব্রণর সমস্যার নেপথ্যে অনেক কারণ থাকে
6 / 8
হরমোনের অভাবজনিত লক্ষণ হলে সেখান থেকেও মুখে ব্রণর সমস্যা হতে পারে। আবার যাঁদের ত্বক তৈলাক্ত প্রকৃতির তাঁদের ক্ষেত্রেও এই একই সমস্যা হয়। আর তাই ব্রণ, অ্যাকনে সারিয়ে নিতে ঘরের থাকা উপকরণই কাজে লাগাতে হবে
7 / 8
রূপচর্চার কাজে খুবই কার্যকরী হল কস্তূরী হলুদ। এই হলুদ প্রথমে দু চামচ নিন। এর মধ্যে একচামচ জল আর এক চামচ নারকেল তেল মিশিয়ে একটা ভাল প্যাক বানিয়ে নিতে হবে। এবার তা মুখে ভাল করে লাগিয়ে রাখুন এবার অন্তত ১৫ মিনিট রেখে তা শুকিয়ে নিন
8 / 8
মুখ ভাল করে ধুয়ে নিয়ে তা মুছে নিতে হবে। এবার একটা বাটিতে বেসন, টকদই, মধু, সামান্য হলুদ একসঙ্গে ভাল করে মিশিয়ে একটা প্যাক বানিয়ে নিতে হবে। মধু অ্যান্টি এজিং হিসেবেও কাজ করে। বেসনের প্যাক মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে। এবার মুখে তা শুকিয়ে গেলে তোয়ালে দিয়ে মুছে নিতে হবে