TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Aug 15, 2023 | 9:30 AM
আজকাল অনেকেরই বয়সের আগে চুলে পাক ধরেছে। কম বয়সে চুল পেকে গেলে দেখতে মোটেই ভাল লাগে না
কাঁচা-পাকা চুলে অনেকেই স্টাইল করেন। কিন্তু কালো চুল দেখতে যতটা ভাল লাগে এই চুল ততটাই খারাপ লাগে। যে কারণে অধিকাংশ চান সাদা চুল লুকিয়ে ফেলতে।
চুলে রং করা, হেনা করা এসব চলতেই থাকে। এতে সাময়িক সমস্যার সমাধান হয়। হেনা করলে চুল খয়েরি হয়ে যায়।
আর চুলে রং করা মোটেও ভাল কাজ নয়। এর মধ্যে প্রচুর পরিমাণ রাসায়নিক থাকায় চুলের ক্ষতি হয়। চুল এতে বেশি সাদা হয়ে যায়।
তাই রইল এই ঘরোয়া টোটকার খোঁজ।নিয়মিত ভাবে এই টোটকা মেনে চললে চুল কালো হবে আর বজায় থাকবে উজ্জ্বলতাও।
বেদানা কাটলেই হাত কালো হয়ে যায়। কারণ বেদানার মধ্যে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও আয়রন থাকে অনেক বেশি। কাজে লাগান বেদানার খোসা
বেদানার খোসা, ২ টো আমলকী ছোট ছোট পিস করে কেটে নিয়ে আর এক চামচ মেথি একগ্লাস জলে ভিজিয়ে রাখুন ১০ মিনিট। এরপর তা হালকা অঁচে ঢাকা দিয়ে ফুটিয়ে নিন।
এবার তা ঠান্ডা করে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। শুধু এই রসটাই লাগবে। এবার তা চুলের গোড়ায় খুব ভাল করে লাগিয়ে নিন। এটা লাগিয়ে এক ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন।