
মসৃণ ও উজ্জ্বল ত্বকই শুধু সৌন্দর্য নয়। মুখের সৌন্দর্য বাড়ায় সুন্দর ভুরুও। সেই কারণে প্রতিমাসে আপনি পার্লারে গিয়ে আইব্রো থ্রেড করে আসেন। কিন্তু আপনার ভুরু পাতলা হলে, কী করেন?

ঘন আইব্রো থ্রেড করলে সুন্দর দেখায়। কিন্তু পাতলা ভুরু থ্রেড করলে মুখে খুব বেশি ফারাক দেখা যায় না। এখন মোটা ভুরুই ফ্যাশন। তাই অনেকেই ভুরু প্রতিস্থাপনও করান।

প্রাকৃতিক উপায়ে যদি ভুরুর ঘনত্ব বাড়ানো যায়, তাহলে কৃত্রিম পদ্ধতির সাহায্য নেবেন কেন? ঘরোয়া টোটকা ভুরুর লোম সহজেই ঘন করা যায়। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।

ভুরু ঘন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি উপযোগী ক্যাস্টর অয়েল। রোজ রাতে ভুরুতে ক্যাস্টর অয়েল লাগিয়ে ঘুমোতে যান। দেখবেন ধীরে ধীরে ঘন ও মোটা হতে শুরু করে ক্যাস্টর অয়েল।

ক্যাস্টর অয়েল ব্যবহারের উপকারিতা রয়েছে। কিন্তু ক্যাস্টর অয়েলের ঘনত্ব বেশি। তাই এই তেল ব্যবহার করলে হাত, ভুরু চটচট করে। তাই ইচ্ছা থাকলেও ক্যাস্টর অয়েল ব্যবহার করেন না অনেকে।

ক্যাস্টর অয়েলের বদলে আপনাকে বেছে নিতে হবে এমন বিকল্প, যা এই তেলের মতোই ভুরু ঘন করতে কার্যকর। ভুরু ঘন করতে উপযোগী নারকেল তেল। ক্যাস্টর অয়েলের বদলে রাতে ভুরুতে নারকেল তেল মেখে ঘুমোতে যান।

যদি মুখে তেল ব্যবহারে সমস্যা হয়, তাহলে বেছে নিন অ্যালোভেরাকে। ভুরুতে অ্যালোভেরা জেল মালিশ করুন। ৩০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই প্রাকৃতিক উপাদানও ভুরুকে ঘন করে তুলবে।

ক্যাস্টর অয়েল, অ্যালোভেরা ও নারকেল তেল ছাড়া আরও একটি উপাদান ভুরুকে ঘন করে তুলতে পারে। ভুরুর উপর পেঁয়াজের রস লাগান। ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এর মধ্যে থাকা সালফার ভুরুকে ঘন করে।