
গোটা বাড়ি খুব সুন্দর করে সাজিয়েছেন। এমনকি বাথরুমেও বসিয়েছেন দামী কল। কিন্তু সমস্যা হল, বাথরুম থেকে দুর্গন্ধ বের হয়। ভাল করে পরিষ্কার করার পরও দুর্গন্ধ যেতে চায় না। কী করবেন?

শৌচাগার ব্যবহারের পর ঠিকমতো পরিষ্কার না করলে দুর্গন্ধ বের করে। স্নানের পর ঠিকমতো বাথরুমে ভাল করে জল না দিলেও দুর্গন্ধ বের হতে থাকে।

বাথরুমে যদি হাওয়া চলাচল করার জায়গা না থাকে, তখন দুর্গন্ধ তৈরি হয়। তাই চেষ্টা করুন, বাথরুমে এক্সজশ ফ্যান বসানোর। পাখাও বসাতে পারেন।

নিয়মিত বাথরুম পরিষ্কার না রাখলে দুর্গন্ধ হবেই। বাথরুম ব্যবহারের পর অবশ্যই জল দিয়ে পরিষ্কার করুন এবং বাথরুমের জানলা-দরজা খুলে দিন। এতে আলো-হাওয়া ঢুকবে এবং ভ্যাপসা গন্ধ কেটে যাবে।

বাথরুমের ভিতর যদি বেসিন থাকে, সেটাকেও পরিষ্কার রাখুন। অনেক সময় বেসিন ও নালার মুখে চুল ও ময়লা জমে দুর্গন্ধ সৃষ্টি হয়। তাই সেখানেও খেয়াল রাখুন।

বাথরুমে বাজারচলতি সুগন্ধী টাঙিয়ে রাখতে পারেন। অনেকেই এই কাজটা করে থাকেন। এছাড়াও একটি বাটিতে কিছুটা বেকিং সোডা রেখে দিন। ভ্যাপসা গন্ধ কেটে যাবে।

লেবুর রসের সঙ্গে ভিনিগার মিশিয়ে নিন। এতে কিছুটা জল ভরে স্প্রে বোতলে ঢেলে দিন। মাঝেমধ্যে বাথরুমে এই মিশ্রণটি স্প্রে করে দিন। এই টোটকাও বাথরুমের গন্ধ দূর করে দেবে।

একটি পাত্রে কিছুটা এসেনশিয়াল অয়েল রেখে দিন। এসেনশিয়াল অয়েলের সুগন্ধ আপনার মনকে কেড়ে নেবে। তাছাড়া বাথরুমে এসেনশিয়াল অয়েল ছড়িয়ে দিলেও ভ্যাপসা ও বোঁটকা গন্ধ কেটে যায়।