Hair Straightener: লাগবে না স্ট্রেটনার, কুঁকড়ে যাওয়া চুল সোজা করুন এই একটিমাত্র উপাদানেই

Hair Care: চুলে যত কম কেমিক্যাল ব্যবহার করা যায় ততই ভাল। এতে চুল ঠিক থাকে। চুল অতিরিক্ত রুক্ষ্ম হয় না বা পড়ে যায় না

| Edited By: রেশমী প্রামাণিক

Jun 26, 2023 | 8:13 PM

1 / 8
আজকাল চুলে সকলেই অনেক রকম ট্রিটমেন্ট করান। সব সময় যে চুল ঠিক ভাবে পরিচর্যা করা হয় এমন নয়। অতিরিক্ত কেমিক্যাল চুলে লাগানোর ফলে চুল রুক্ষ্ম হয়ে যায়। একসময় হেয়ার ফল হতেও শুরু করে।

আজকাল চুলে সকলেই অনেক রকম ট্রিটমেন্ট করান। সব সময় যে চুল ঠিক ভাবে পরিচর্যা করা হয় এমন নয়। অতিরিক্ত কেমিক্যাল চুলে লাগানোর ফলে চুল রুক্ষ্ম হয়ে যায়। একসময় হেয়ার ফল হতেও শুরু করে।

2 / 8
আর তাই এইসব ফাঁদে পা না দিয়ে নিজে চুলের পরিচর্যা করুন বাড়িতে। কাজে লাগান ঘরোয়া কিছু উপকরণ। এতে কাজ খুব ভাল হবে আর কোঁকড়ানো চুল নিজের থেকেই সোজা হবে।

আর তাই এইসব ফাঁদে পা না দিয়ে নিজে চুলের পরিচর্যা করুন বাড়িতে। কাজে লাগান ঘরোয়া কিছু উপকরণ। এতে কাজ খুব ভাল হবে আর কোঁকড়ানো চুল নিজের থেকেই সোজা হবে।

3 / 8
প্রথমেই চুলে ভাল করে শ্যাম্পু করে নিতে হবে। এবার চুল তোয়ালে দিয়ে হালকা করে মুছুন। পুরোপুরি শুকনো করবেন না।

প্রথমেই চুলে ভাল করে শ্যাম্পু করে নিতে হবে। এবার চুল তোয়ালে দিয়ে হালকা করে মুছুন। পুরোপুরি শুকনো করবেন না।

4 / 8
চা পাতা, আর মেথি দিয়ে প্রথমে ভাল করে ফুটিয়ে নিতে হবে। চা পাতা ভাল করে ফুটলে এবার এক চামচ ওটস মেশান। সেই সঙ্গে ১ চামচ চালের গুঁড়ো মেশাতে হবে।

চা পাতা, আর মেথি দিয়ে প্রথমে ভাল করে ফুটিয়ে নিতে হবে। চা পাতা ভাল করে ফুটলে এবার এক চামচ ওটস মেশান। সেই সঙ্গে ১ চামচ চালের গুঁড়ো মেশাতে হবে।

5 / 8
সব খুব ভাল করে মিশলে আগে ঠান্ডা করে নিতে হবে। এবার তা ছেঁকে একটা মোটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এর মধ্যে এক চামচ চিনি আর এক চামচ লেবুর রস মিশিয়ে দিন।

সব খুব ভাল করে মিশলে আগে ঠান্ডা করে নিতে হবে। এবার তা ছেঁকে একটা মোটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এর মধ্যে এক চামচ চিনি আর এক চামচ লেবুর রস মিশিয়ে দিন।

6 / 8
সব মিশলে এক চামচ নারকেল তেল দিন। এতে চুলের আর্দ্রতা বজায় থাকবে আর গোড়াও থাকবে মজবুত। এবার এই হেয়ার প্যাক চুলে খুব ভাল করে লাগিয়ে নিতে হবে। এই প্যাক স্ক্ল্যাপেও লাগাবেন। ৩০ মিনিট তা রাখতে হবে।

সব মিশলে এক চামচ নারকেল তেল দিন। এতে চুলের আর্দ্রতা বজায় থাকবে আর গোড়াও থাকবে মজবুত। এবার এই হেয়ার প্যাক চুলে খুব ভাল করে লাগিয়ে নিতে হবে। এই প্যাক স্ক্ল্যাপেও লাগাবেন। ৩০ মিনিট তা রাখতে হবে।

7 / 8
এবার ভাল করে জল দিয়ে চুল ধুয়ে নিতে হবে। হালকা ভেজা অবস্থাতেই চুলে হেয়ার সিরাম লাগিয়ে নিন। এতে চুলে সিল্কি ভাব বজায় থাকবে। চুলের গোড়া মজবুত হবে।

এবার ভাল করে জল দিয়ে চুল ধুয়ে নিতে হবে। হালকা ভেজা অবস্থাতেই চুলে হেয়ার সিরাম লাগিয়ে নিন। এতে চুলে সিল্কি ভাব বজায় থাকবে। চুলের গোড়া মজবুত হবে।

8 / 8
এতে চুল অনেক বেশি নরম থাকে। সেই সঙ্গে চুলের শাইনিং ভাবও থাকে।

এতে চুল অনেক বেশি নরম থাকে। সেই সঙ্গে চুলের শাইনিং ভাবও থাকে।