Anti ageing cream: ভাতের মাড়ে এক চামচ কফি মিশিয়েই বয়স কমান ১০ বছর
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Nov 15, 2023 | 9:15 AM
Skin care: ত্বকে দাগ-ছোপ, চামড়া শুকনো হয়ে যাওয়া এসব আটকাতে অনেকেই ফেসিয়াল করেন। তবে ফেসিয়ালের মধ্যে অনেক রকম রাসায়নিক থাকে, যে কারণে তা ত্বকের উপর অনেক রকম প্রভাব ফেলে। আর তাই আগে থাকলেই সাবধান থাকুন
1 / 8
বয়স বেড়ে যাক, তা মোটেই কেউ চান না। সকলেই চান বয়সকে একটা জায়গায় থামিয়ে রাখতে। কিন্তু গাছ-পাথর দিয়ে কোনও ভাবেই বয়সকে বেঁধে রাখা যায় না।
2 / 8
বয়স বাড়ছে চামড়া কুঁচকে যায়,ত্বকের উপরেও প্রভাব পড়ে। দেখতে খারপ লাগে ঠিকই তবে অনেকেরই বয়সের আগে ত্বক কুঁচকে যায়, ত্বকে কালো ছোপ পড়ে
3 / 8
ত্বকে দাগ-ছোপ, চামড়া শুকনো হয়ে যাওয়া এসব আটকাতে অনেকেই ফেসিয়াল করেন। তবে ফেসিয়ালের মধ্যে অনেক রকম রাসায়নিক থাকে, যে কারণে তা ত্বকের উপর অনেক রকম প্রভাব ফেলে। আর তাই আগে থাকলেই সাবধান থাকুন
4 / 8
ত্বক পরিচর্যায় সবচাইতে ভাল হল ঘরোয়া উপকরণেই। রোজ বাড়িতে ভাত হয় আর এই ভাতের মাড়ই কাজে লাগান রূপচর্চায়। এক বড় চামচ ফ্যান নিন একটি বাটিতে, এবার এর মধ্যে এক চামচ কফি মেশান
5 / 8
অন্য একটা বাটিতে কফি, নারকেলতেল, এক চামচ চিনি ভাল করে মিশিয়ে নিতে হবে। এই স্ক্রাব শীতের দিনে খুবই ভাল। তবে সপ্তাহে রোজ তা ব্যবহার করার কোনও মানে নেই। স্নান করার আগে ব্যবহার করতে পারেন এই স্ক্রাব
6 / 8
৩০ সেকেণ্ড ভাল করে ম্যাসাজ করে স্ক্রাব করে তা মুছে নিতে হবে। এবার এই মাড়ের প্যাক লাগবে। ভাতের মাড় ঠান্ডা করে ওতে কফি গুঁড়ো, এর মধ্যে অ্যালোভেরা জেল, গ্লিসারিন মিশিয়ে নিতে হবে। পরিষ্কার করা মুখে লাগান কফির এই প্যাক।
7 / 8
এই প্যাক মুখে খুব নরম করে দেয়। পরপর তিনদিন ব্যবহার করলে খুব ভাল ফল পাবেন। সারা শীত মুখ ফাটবে না, খসখস করবে না। এই প্যাক লাগানোর পর শুকিয়ে গেলে দ্বিতীয় লেয়ার দিতে হবে, চোখের তলাতেও লাগাতে হবে
8 / 8
১৫ মিনিট পর মুখ জল দিয়ে ভাল করে ধুয়ে নিন। এই প্যাক লাগালে চোখের তলার কালিও উধাও হয়ে যাবে। সেই সঙ্গে ত্বকও ভাল থাকবে। গ্লো করবে। এরপর হালকা কোনও ময়েশ্চারাইজার লাগান, ত্বক ফাটাফাটি থাকবে