TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Aug 10, 2023 | 9:41 AM
বয়ঃসন্ধির সময় অনেকেই ব্রণর সমস্যায় ভোগেন। যাঁদের নিয়মিত পেট পরিষ্কার হয় না, ত্বক তৈলাক্ত প্রকৃতির তাঁদের ক্ষেত্রে ব্রণর সমস্যা অনেক বেশি হয়। ব্রণ হলে মুখে কোনও রকম মেকআপ করা যায় না।
ব্রণ, ফসকুড়ি, ফোঁড়া এসবের সমস্যা যাদের থাকে তাঁদের ব্য়বহূত তোয়ালে গামছা থেকে অন্যরাও সমস্যায় পড়তে পারেন। মুখে ব্রণ থাকলে বেশি কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার না করাই ভাল। সেক্ষেত্রে বাড়িতেই বানিয়ে নিন এই রকম ফেসপ্যাক।
আলু গ্রেট করে নিতে হবে। একটা শসার অর্ধেকেরও কম অংশ নিয়ে গ্রেট করে নিন। এবার আলু আর শসার রস বের করে নিতে হবে। এর মধ্যে থাকে প্রচুর ভিটামিন সি।
সমপরিমাণ আলু ও শসার রস নিয়ে এর মধ্যে ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কস্তূরী হলুদ মিশিয়ে নিন ১ চামচ। প্যাক ঘন করতে এতে মেশান এক চামচ মুলতানি মাটি।
মুলতানি মাটির পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন। যাঁদের ত্বক তৈলাক্ত তাঁদের জন্য এই ফেসপ্যাক খুবই ভাল। এই ফেসপ্যাক বানিয়ে ফ্রিজে দু দিনের জন্য রেখে দিন।
বর্ষায় এই ফেসপ্যাক খুবই ভাল কাজ করে। এই প্যাক ২০ মিনিট মত রেখে শুকিয়ে নিন। এবার জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।
মুখ একদম শুকনো করে মুছে নিয়ে হালকা কোনও ময়েশ্চারাইজার মুখে লাগিয়ে নিন। এতে মুখ ভীষণ ভাবে পরিষ্কার থাকে। যাঁরা দীর্ঘদিন ধরে মেচেতার সমস্যায় ভুগছেন তাঁরাও ব্যবহার করুন।
স্যাঁতস্যাঁতে বর্ষায় ত্বকের উপরেও একটা প্রভাব পড়ে। তবে এভাবে আলু আর শসার রস মাখলে মুখ অনেক ফর্সা থাকবে। কালো-দাগ ছোপ সহজেই তুলে ফেলতে পারবেন।