Homemade Nightcream: অ্যালোভেরা জেলের সঙ্গে এভাবে কাঁচা দুধ মিশিয়েই বানিয়ে ফেলুন এই দারুণ নাইট ক্রিম

Skin Care Tips: রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখ খুব ভাল করে ধুয়ে নিয়ে তবেই নাইট ক্রিম লাগাবেন। এতে কাজ ভাল হবে ত্বক হবে উজ্জ্বল

| Edited By: রেশমী প্রামাণিক

Jul 16, 2023 | 6:48 PM

1 / 8
ত্বকের জন্য উপকারী হল নাইট ক্রিম। সারাদিনের ক্লান্তির পর ত্বককে একটু বিশ্রাম দিতে প্রয়োজন পড়ে এই নাইট ক্রিমের।

ত্বকের জন্য উপকারী হল নাইট ক্রিম। সারাদিনের ক্লান্তির পর ত্বককে একটু বিশ্রাম দিতে প্রয়োজন পড়ে এই নাইট ক্রিমের।

2 / 8
ত্বকের ক্ষত পূরণ করতে সাহায্য করে নাইট ক্রিম। গোটা দিনের রোদ, ধুলো, দূষণের ঝক্কির পরে ত্বকেরও একটা ‘মি টাইম’ প্রয়োজন হয়। তাকে সেই বিশ্রাম ও পরিচর্যা দেয় নাইট ক্রিম।

ত্বকের ক্ষত পূরণ করতে সাহায্য করে নাইট ক্রিম। গোটা দিনের রোদ, ধুলো, দূষণের ঝক্কির পরে ত্বকেরও একটা ‘মি টাইম’ প্রয়োজন হয়। তাকে সেই বিশ্রাম ও পরিচর্যা দেয় নাইট ক্রিম।

3 / 8
ডে ক্রিমের অন্যতম কাজ হল রোদ-বৃষ্টি ও আবহাওয়ার ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করা।

ডে ক্রিমের অন্যতম কাজ হল রোদ-বৃষ্টি ও আবহাওয়ার ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করা।

4 / 8
 নাইট ক্রিম সারা রাত ধরে ত্বকের গভীরে ময়শ্চার পৌঁছে দেয়, কোলাজেনের মাত্রা বৃদ্ধি করে চামড়া টানটান রাখে। ত্বকের ভিতরের অংশে পুষ্টি পাঠিয়ে নতুন কোষ জন্মাতে সাহায্য করে।

নাইট ক্রিম সারা রাত ধরে ত্বকের গভীরে ময়শ্চার পৌঁছে দেয়, কোলাজেনের মাত্রা বৃদ্ধি করে চামড়া টানটান রাখে। ত্বকের ভিতরের অংশে পুষ্টি পাঠিয়ে নতুন কোষ জন্মাতে সাহায্য করে।

5 / 8
বাজারে অনেক রকম নাইটক্রিম পাওয়া যায়। তবে এই  নাইট ক্রিমের মধ্যে রাসায়নিক উপাদান অনেক বেশি থাকে। যা ত্বকের জন্য মোটেই উপকারী নয়।

বাজারে অনেক রকম নাইটক্রিম পাওয়া যায়। তবে এই নাইট ক্রিমের মধ্যে রাসায়নিক উপাদান অনেক বেশি থাকে। যা ত্বকের জন্য মোটেই উপকারী নয়।

6 / 8
আর তাই বাড়িতেই বানিয়ে নিন এই নাইট ক্রিম। উপকরণ লাগবে খুব সামান্যই। এক চামচ অ্যালোভেরা জেল আর এক চামচ কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে নিন।

আর তাই বাড়িতেই বানিয়ে নিন এই নাইট ক্রিম। উপকরণ লাগবে খুব সামান্যই। এক চামচ অ্যালোভেরা জেল আর এক চামচ কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে নিন।

7 / 8
খুব ভাল করে এই দুই উপকরণ মিশিয়ে একটা ক্রিমের টেক্সচার আসলে তা কন্টেনারে ভরে ফেলুন।

খুব ভাল করে এই দুই উপকরণ মিশিয়ে একটা ক্রিমের টেক্সচার আসলে তা কন্টেনারে ভরে ফেলুন।

8 / 8
ফ্রিজে রেখে ঠান্ডা করলেই তৈরি নাইট ক্রিম। রাতে ঘুমোতে যাওয়ার আগে খুব ভাল করে মুখ ধুয়ে নিয়ে তবেই এই নাইট ক্রিম লাগান।

ফ্রিজে রেখে ঠান্ডা করলেই তৈরি নাইট ক্রিম। রাতে ঘুমোতে যাওয়ার আগে খুব ভাল করে মুখ ধুয়ে নিয়ে তবেই এই নাইট ক্রিম লাগান।