Summer Skin Care: অফিসে ৯ ঘণ্টা এসিতে, রাতে ঘুমানও এসি চালিয়ে, ত্বক ঠিক আছে তো?
Healthy Skin Care: দক্ষিণবঙ্গে যে হারে গরম পড়েছে, তাতে এসি ছাড়া থাকাই কষ্টকর হয়ে যাচ্ছে। তাছাড়া অফিসে গেলে একটানা ৮-৯ ঘণ্টা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকতে হবে। আবার রাতেও এসি চালিয়ে ঘুমান। দিনের বেশিরভাগ শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকলে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়—এ কথা অনেকেই জানেন। কিন্তু ত্বকের কি ক্ষতি হয় জানেন?