Lemon Balm: আগাছা দিয়ে ত্বকের যত্ন নিন, লেমন বামের গুণে কমবে ব্রণ থেকে বলিরেখা
TV9 Bangla Digital | Edited By: megha
Jun 07, 2023 | 6:29 PM
Skin Care Tips: লেমন বাম এক ধরনের ভেষজ উদ্ভিদ, যা ত্বকের যত্ন নিতে সাহায্য করে। বাঙালির কাছে খুব বেশি পরিচিত নয় এই লেমন বাম। কিন্তু ইউরোপ, উত্তর আমেরিকা ও পশ্চিম এশিয়ার বহু দেশে লেমন বাম পাওয়া যায় এবং বিশ্বজুড়ে বহু মানুষ ত্বকের সমস্যা কমাতে ব্যবহার করেন।
1 / 8
ভেষজ, প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ত্বকের যত্ন নেওয়া নতুন বিষয় নয়। হাজার প্রসাধনী পণ্য বাজারে এলেও এখন ত্বকের ছোটখাটো সমস্যায় মানুষ ঘরোয়া প্রতিকারের উপর ভরসা রাখেন। কারণ এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং ত্বকের জন্য সেগুলো সেরা হয়।
2 / 8
ভেষজ উপাদান হিসেবে অনেকেই পুদিনা পাতা, তুলসি পাতা ব্যবহার করেন। কিন্তু কখনও লেমন বাম ব্যবহার করে দেখেছেন? এই লেমন বাম এক ধরনের ভেষজ উদ্ভিদ, যা ত্বকের যত্ন নিতে সাহায্য করে।
3 / 8
বাঙালির কাছে খুব বেশি পরিচিত নয় এই লেমন বাম। কিন্তু ইউরোপ, উত্তর আমেরিকা ও পশ্চিম এশিয়ার বহু দেশে লেমন বাম পাওয়া যায়। বিশ্বজুড়ে বহু মানুষ ত্বকের সমস্যা কমাতে দৈনন্দিন স্কিন কেয়ারে একে অন্তর্ভুক্ত করেছেন।
4 / 8
লেমন বামের বিজ্ঞানসম্মত নাম মেলিসা অফিসিনালিস। এই গাছের পাতার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়া ও অ্যান্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। এটি তৈলাক্ত ও ব্রণ প্রবণ ত্বকের উপর দুর্দান্ত কাজ করে।
5 / 8
প্রদাহ কমিয়ে ত্বকের ক্ষত নিরাময়ে সাহায্য করে লেমন বাম। লালচে ভাব, জ্বালাভাব কমিয়ে দেয় লেমন বাম। এমনকী ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে লেমন বাম। শুধু আপনাকে জানতে হবে, কীভাবে এই উপাদানকে রূপচর্চায় ব্যবহার করবেন।
6 / 8
লেমন বামের জীবাণুনাশক ও প্রদাহনাশক গুণ ব্রণর ব্যথা, ফোলাভাব ও প্রদাহ কমিয়ে দেয়। তার সঙ্গে মুখের তেলতেলে ভাবকে নিয়ন্ত্রণ করে। ক্লিনজার হিসেবে লেমন বামকে ব্যবহার করতে পারেন। এতে ওপেন পোরস ও ব্ল্যাকহেডসের সমস্যাও দূর হয়ে যাবে।
7 / 8
লেমন বাম ত্বকের বার্ধক্যও কমিয়ে দেয়। মুখে লেমন বাম মাখলে এটি রক্ত সঞ্চালন উন্নত করে এবং ত্বকের বার্ধক্যের লক্ষণগুলোকে ধীর করে দেয়। লেমন বামের অ্যান্টি-এজিং গুণ আপনাকে এনে দিতে পারে ৪০-এও বলিরেখাহীন ত্বক।
8 / 8
লেমন বামে রয়েছে ক্যাফেইক ও রোজমারিনিক অ্যাসিড, যা সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করে। অর্থাৎ, এই লেমন বাম আপনার ত্বকে সানস্ক্রিন হিসেবেও কাজ করতে পারে। তাই যে ময়েশ্চারাইজার বা প্রসাধনী পণ্যে লেমন বাম রয়েছে, সেটাই বেছে নিন।