Jeans Washing Tips: কতদিন অন্তর ডেনিম কাচবেন? এই নিয়ম না মানলে জিনসও কিন্তু বেশি দিন টিকবে না
megha |
Aug 09, 2024 | 4:31 PM
Lifestyle Tips: এক সাক্ষাৎকারে করিনা কাপুর খান বলেছিলেন, তিনি এক মাস জিনস কাচেন না। এতে জিনস আরও আরামদায়ক হয়ে ওঠে। জিনসের মতো আরামদায়ক পোশাক খুব কমই রয়েছে। এবার প্রশ্ন হল, কতদিন অন্তর জিনস কাচা দরকার? আর কীভাবে জিনসের যত্ন নিলে তা টিকবে বছরের পর বছর? রইল জিনসের খুঁটিনাটি।
1 / 8
অফিস হোক বা ডেট নাইট—জিনস থাকতে আউটফিট নিয়ে বেশি মাথা ঘামাতে হয় না। শার্ট, টি-শার্ট, কুর্তি—প্রায় সব ধরনের পোশাকের নীচে জিনস ফিট হয়ে যায়।
2 / 8
জিনস ব্যবহারের আরেকটি সুবিধা হল, একদিন পরেই দ্বিতীয় দিন কাচার দরকার নেই। এক সাক্ষাৎকারে করিনা কাপুর খান বলেছিলেন, তিনি এক মাস জিনস কাচেন না। এতে জিনস আরও আরামদায়ক হয়ে ওঠে।
3 / 8
জিনসের মতো আরামদায়ক পোশাক খুব কমই রয়েছে। এবার প্রশ্ন হল, কতদিন অন্তর জিনস কাচা দরকার? আর কীভাবে জিনসের যত্ন নিলে তা টিকবে বছরের পর বছর? রইল জিনসের খুঁটিনাটি।
4 / 8
আপনি জিনস টানা এক মাস না কেচেই পরতে পারেন। এমনকি মাস পেরলেও জিনস কাচার দরকার পড়ে না। জিনসে এমন ধরনের ফ্যাব্রিক ব্যবহার করা হয়, যার থেকে ব্যাকটেরিয়া বা ছত্রাক সংক্রমণের হয় নেই।
5 / 8
ডেনিম প্যান্ট আপনি ১০-১২ বার পরার পর কাচতে পারেন। তাও যদি আপনার মনে হয়, জিনস খুব নোংরা হয়েছে, তখনই কাচুন। গাঢ় রঙের জিনস নোংরা হলেও বোঝা যায় না। সেক্ষেত্রে এক মাস জিনস পরাই যায়।
6 / 8
জিনসে যদি কোনও দাগছোপ লেগে যায়, তাহলে শুধু ওই অংশটা পরিষ্কার করে নিন। টুথব্রাশে সাবান লাগিয়ে ঘষে নিন। তারপর জলে ধুয়ে নিন। এভাবে স্পট ক্লিনিং করে নিলেই হবে।
7 / 8
জিনস পরার পর জড়ো করে কিংবা গুটিয়ে রাখবেন না। চেষ্টা করুন জিনস ঝুলিয়ে রাখার। এতে ডেনিস প্যান্ট, শার্টের আয়ু বেড়ে যায়। জিনস ভাল থাকে।
8 / 8
জিনস সবসময় ঠান্ডা জলে ধোবেন। হাতে ধোয়ার চেষ্টা করুন। ওয়াশিং মেশিনে জিনস ধুলে জিনস নষ্ট হয়ে যাবে। জিনসের জল ভাল করে ঝরিয়ে নেবেন এবং সরাসরি রোদে শুকনো করতে দেবেন না।