
ত্বক প্রতিদিন ৫০০ মিলিয়ন কোষ হারায়। অর্থাৎ, ত্বকের উপর ৫০০ মিলিয়ন মৃত কোষ জমতে থাকে। এটাই আপনার ত্বককে নিস্তেজ করে তোলে।

সাধারণত মৃত কোষ পরিষ্কার করার দরকার পড়ে না। প্রকৃতিক নিয়মে এগুলো তৈরি হয়, আবার নিজে থেকেই ঝরে পড়ে যায়। কিন্তু সেটা সবসময় হয় না।

অনেকেই মৃত কোষ পরিষ্কার করতে স্ক্রাব ব্যবহার করেন। নিয়মিত ফেস স্ক্রাব বা বডি স্ক্রাব ব্যবহার করলে ত্বকে মৃত কোষের স্তর জমে না।

স্ক্রাব ব্যবহার করলে মৃত কোষের পাশাপাশি অতিরিক্ত তেল, ব্যাকটেরিয়া, ময়লা পরিষ্কার হয়ে যায়। এতে ত্বক অনেক বেশি সতেজ ও সুন্দর দেখায়।

অত্যধিক পরিমাণে স্ক্রাব ব্যবহার করলে ত্বক সংবেদনশীল হয়ে ওঠে। ত্বকে র্যাশ, লালচে ভাব, ব্রণর সমস্যা দেখা দেয়। তাই স্ক্রাব ব্যবহার নিয়ে সচেতন থাকা উচিত।

সাধারণত সপ্তাহে ১-৩ বার স্ক্রাব ব্যবহার করা উচিত। কিন্তু সব ধরনের ত্বকের জন্য স্ক্রাব নয়। কোন ত্বকে সপ্তাহে কতবার স্ক্রাব ব্যবহার করা যায়, জেনে নিন।

সংবেদনশীল ও ব্রণ-প্রবণ ত্বকে সপ্তাহে ১ বারের বেশি স্ক্রাব ব্যবহার করবেন না। এই ধরনের ত্বকে অ্যাসিডযুক্ত স্ক্রাব ব্যবহার করুন। দানাযুক্ত স্ক্রাব ব্যবহার করলে ত্বকের সমস্যা বাড়বে।

সাধারণ, তৈলাক্ত ও কম্বিনেশন ত্বকে আপনি সপ্তাহে ২-৩ বার স্ক্রাব ব্যবহার করতে পারেন। শুষ্ক ত্বকেও আপনি সপ্তাহে ৩ বার স্ক্রাব ব্যবহার করতে পারেন। আর দানাযুক্ত স্ক্রাবই মাখা যায়।