Hair Care Tips: শ্যাম্পু করার আগে এটা লাগালে গোছা গোছা চুল পড়া বন্ধ হবে আর শাইনও বজায় থাকবে

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Aug 29, 2023 | 1:42 PM

Monsoon Hair Care: শ্যাম্পু করার আগে এই সব টিপস মেনে চলুন। এতে চুল সফট হবে, চুল পড়াও আগের থেকে অনেক কমবে। শ্যাম্পু সরাসরি চুলে লাগাবেন না, এতে চুলের ক্ষতি হতে পারে। জলে মিশিয়ে তবেই লাগান

1 / 8
চুল নিয়ে বছরভর সমস্যা লেগেই থাকে। চপ থেকে শুরু করে তরকারি-চুল পাওয়া যায় না এমন জায়গা নেই। গ্রীষ্ম, বর্ষা, শীত সব সময়ই এখন চুল ঝরতে থাকে।

চুল নিয়ে বছরভর সমস্যা লেগেই থাকে। চপ থেকে শুরু করে তরকারি-চুল পাওয়া যায় না এমন জায়গা নেই। গ্রীষ্ম, বর্ষা, শীত সব সময়ই এখন চুল ঝরতে থাকে।

2 / 8
আমাদের এখানে খুব কম সময়ের জন্যই চুল মোলায়েম থাকে। তাপ, দূষণে চুল অনেক বেশি রুক্ষ্ম হয়ে থাকে। সঙ্গে প্রাণহীন চুল, চুল পড়ে যাওয়া এসব তো আছেই।

আমাদের এখানে খুব কম সময়ের জন্যই চুল মোলায়েম থাকে। তাপ, দূষণে চুল অনেক বেশি রুক্ষ্ম হয়ে থাকে। সঙ্গে প্রাণহীন চুল, চুল পড়ে যাওয়া এসব তো আছেই।

3 / 8
জলে আয়রন বেশি থাকলে চুল পড়ে। খুশকির সমস্যা হলে চুল পড়ে। বিশেষ কোনও ওষুধ খেলে চুল পড়ে। পিসিওডির সমস্যা থাকলে সেখান থেকেও চুল পড়ে।

জলে আয়রন বেশি থাকলে চুল পড়ে। খুশকির সমস্যা হলে চুল পড়ে। বিশেষ কোনও ওষুধ খেলে চুল পড়ে। পিসিওডির সমস্যা থাকলে সেখান থেকেও চুল পড়ে।

4 / 8
কাজের প্রয়োজনে যাঁদের রোজ বাড়ির বাইরে বেরোতে হয় তাঁদের একদিন অন্তর শ্যাম্পু করতেই হয়। নইলে সেই চুল চোখে দেখা যায় না। তাই রইল বিশেষ একটি টিপস।

কাজের প্রয়োজনে যাঁদের রোজ বাড়ির বাইরে বেরোতে হয় তাঁদের একদিন অন্তর শ্যাম্পু করতেই হয়। নইলে সেই চুল চোখে দেখা যায় না। তাই রইল বিশেষ একটি টিপস।

5 / 8
শ্যাম্পু করার আগে ফোটানো দুধ ৫ বড় চামচ নিয়ে ওর মধ্যে এক চামচ মধু মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে এক চামচ নারকেল তেল, ভিটামিন ই ক্যাপসুল মেশান। এই সব উপকরণ চুলকে নরম রাখে।

শ্যাম্পু করার আগে ফোটানো দুধ ৫ বড় চামচ নিয়ে ওর মধ্যে এক চামচ মধু মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে এক চামচ নারকেল তেল, ভিটামিন ই ক্যাপসুল মেশান। এই সব উপকরণ চুলকে নরম রাখে।

6 / 8
সব উপকরণ ভাল করে মিশলে রোজ মেরি অয়েল কয়েক ফোঁটা মিশিয়ে দিন এতে। খুশকি রুখতে খুব ভাল কাজ করে এই মিশ্রণ। শ্যাম্পু করার দু ঘন্টা আগে এই মিশ্রণ খুব ভাল করে চুলে লাগান।

সব উপকরণ ভাল করে মিশলে রোজ মেরি অয়েল কয়েক ফোঁটা মিশিয়ে দিন এতে। খুশকি রুখতে খুব ভাল কাজ করে এই মিশ্রণ। শ্যাম্পু করার দু ঘন্টা আগে এই মিশ্রণ খুব ভাল করে চুলে লাগান।

7 / 8
চুলের গোড়া থেকে শুরু করে সব জায়গায় ভাল করে লাগিয়ে নিতে হবে। চুলের সব লেয়ারে ভাল করে লাগাবেন। প্রথমে হাতে শ্যাম্পু নিয়ে ওতে জল মিশিয়ে তারপর লাগাবেন। এতে বেশি ভাল কাজ হয়।

চুলের গোড়া থেকে শুরু করে সব জায়গায় ভাল করে লাগিয়ে নিতে হবে। চুলের সব লেয়ারে ভাল করে লাগাবেন। প্রথমে হাতে শ্যাম্পু নিয়ে ওতে জল মিশিয়ে তারপর লাগাবেন। এতে বেশি ভাল কাজ হয়।

8 / 8
দুবার শ্যাম্পু লাগিয়ে হেয়ার ওয়াশ করে কন্ডিশনার লাগান। এরপর শুকনো করে মুছে ভেজা অবস্থাতেই কোনও সিরাম লাগিয়ে নিন। এতে চুল সফট থাকবে। চেষ্টা করবেন ভেজা অবস্থাতেই আলতো করে আঁচড়ে নেবেন।

দুবার শ্যাম্পু লাগিয়ে হেয়ার ওয়াশ করে কন্ডিশনার লাগান। এরপর শুকনো করে মুছে ভেজা অবস্থাতেই কোনও সিরাম লাগিয়ে নিন। এতে চুল সফট থাকবে। চেষ্টা করবেন ভেজা অবস্থাতেই আলতো করে আঁচড়ে নেবেন।

Next Photo Gallery