DIY Gold Facial At Home: মাত্র ১০ টাকায় গোল্ড ফেসিয়াল করুন বাড়িতেই, পাবেন পার্লারের মত গ্লো

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Sep 09, 2023 | 9:30 AM

Facial Benefits: পুজোর আগে সকলেই উজ্জ্বল, ঝকঝকে ত্বক চান। উজ্জ্বল ত্বক পেতে নিয়ম মেনে খাওয়া দাওয়া করতে হবে। সেই সঙ্গে অধিকাংশই পার্লারে ছোটেন। তবে মাত্র ১০ টাকায় পার্লারের এফেক্ট এবার পান বাড়িতেই। জানুন কী ভাবে করবেন

1 / 8
বিয়ের আগে, পুজোর আগে, বিয়েবাড়িতে যাওয়ার থাকলে অনেকেই গোল্ড ফেসিয়াল করেন। এই ফেসিয়াল ত্বকের জন্য খুবই ভাল। পার্লারে এই ফেসিয়াল করতে গেলে অনেক  টাকা খরচা হয়। খুব সহজে এই ফেসিয়াল করতে পারেন বাড়িতেই। দেখে নিন কী ভাবে করবেন

বিয়ের আগে, পুজোর আগে, বিয়েবাড়িতে যাওয়ার থাকলে অনেকেই গোল্ড ফেসিয়াল করেন। এই ফেসিয়াল ত্বকের জন্য খুবই ভাল। পার্লারে এই ফেসিয়াল করতে গেলে অনেক টাকা খরচা হয়। খুব সহজে এই ফেসিয়াল করতে পারেন বাড়িতেই। দেখে নিন কী ভাবে করবেন

2 / 8
এক চামচ নারকেল তেল, এক চামচ টকদই ভাল করে মিশিয়ে নিতে হবে। হাফ চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিলেই তৈরি ক্লিনজার আর স্ক্রাবার

এক চামচ নারকেল তেল, এক চামচ টকদই ভাল করে মিশিয়ে নিতে হবে। হাফ চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিলেই তৈরি ক্লিনজার আর স্ক্রাবার

3 / 8
এই স্ক্রাবার খুব ভাল কাজ করে। মুখ জল দিয়ে ভাল করে ধুয়ে নিয়ে এই ক্লিনজারটা লাগিয়ে নিতে হবে। মুখের চারপাশে যে দাগ থাকে তা সহজেই পরিষ্কার হয়ে যাবে এভাবে স্ক্রাব করলে

এই স্ক্রাবার খুব ভাল কাজ করে। মুখ জল দিয়ে ভাল করে ধুয়ে নিয়ে এই ক্লিনজারটা লাগিয়ে নিতে হবে। মুখের চারপাশে যে দাগ থাকে তা সহজেই পরিষ্কার হয়ে যাবে এভাবে স্ক্রাব করলে

4 / 8
এই ক্লিনজার মুখে লাগিয়ে ৭ মিনিট রেখে দিতে হবে। এতে মুখে কোনও ড্রাইনেস থাকবে না। এবার ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছে নিতে হবে। এতে মুখে দারুণ গ্লো আসবে খুব ভাল রেজাল্টও পাবেন

এই ক্লিনজার মুখে লাগিয়ে ৭ মিনিট রেখে দিতে হবে। এতে মুখে কোনও ড্রাইনেস থাকবে না। এবার ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছে নিতে হবে। এতে মুখে দারুণ গ্লো আসবে খুব ভাল রেজাল্টও পাবেন

5 / 8
এবার তৈরি করুন গোল্ড ফেসপ্যাক। ফেয়ারনেস ক্রিম বা রোজকার ব্যবহারের লোশন এক চামচ নিয়ে ওর মধ্যে একটু কস্তূরী হলুদ মিশিয়ে দিন। একচামচ টকদই মেশাতে ভুলবেন না, কয়েক ফোঁটা গ্লিসারিনও মিশিয়ে নিতে হবে

এবার তৈরি করুন গোল্ড ফেসপ্যাক। ফেয়ারনেস ক্রিম বা রোজকার ব্যবহারের লোশন এক চামচ নিয়ে ওর মধ্যে একটু কস্তূরী হলুদ মিশিয়ে দিন। একচামচ টকদই মেশাতে ভুলবেন না, কয়েক ফোঁটা গ্লিসারিনও মিশিয়ে নিতে হবে

6 / 8
মুখের চামড়া টাইট রাখতে খুব ভাল কাজ করে এই ফেসপ্যাক। একটা ক্রিম এবার তৈরি হয়ে গেল। সারা মুখে ভাল করে এই ক্রিম লাগিয়ে নিতে হবে। গলায়, ঘাড়েও লাগিয়ে নিতে ভুলবেন না

মুখের চামড়া টাইট রাখতে খুব ভাল কাজ করে এই ফেসপ্যাক। একটা ক্রিম এবার তৈরি হয়ে গেল। সারা মুখে ভাল করে এই ক্রিম লাগিয়ে নিতে হবে। গলায়, ঘাড়েও লাগিয়ে নিতে ভুলবেন না

7 / 8
১০-১৫ মিনিট এই প্যাক মুখে রাখবেন। ভেজা তোয়ালে দিয়ে মুছে ফেসপ্যাক তুলে নিতে হবে। এরপরই দেখবেন মুখে একটা গ্লো আসবে। রাতের বেলা এই ফেসিয়াল করলে বেশি ভাল কাজ হবে। যে কোনও ফেসিয়াল রাতে করাই সবচাইতে ভাল

১০-১৫ মিনিট এই প্যাক মুখে রাখবেন। ভেজা তোয়ালে দিয়ে মুছে ফেসপ্যাক তুলে নিতে হবে। এরপরই দেখবেন মুখে একটা গ্লো আসবে। রাতের বেলা এই ফেসিয়াল করলে বেশি ভাল কাজ হবে। যে কোনও ফেসিয়াল রাতে করাই সবচাইতে ভাল

8 / 8
মুখ শুকনো করে যে কোনও একটা নাইট ক্রিম মেখে নিতে হবে। এই ফেসিয়াল মাসে একবার করুন। খুব প্রয়োজনে মাসে দুবার করতে পারেন। ছেলেরাও এই ফেসিয়াল বাড়িতে করতে পারেন। মুখ থেকে যাবতীয় দাগ ছোপও উঠে যাবে এই ফেস প্যাক নিয়মিত ভাবে লাগালে

মুখ শুকনো করে যে কোনও একটা নাইট ক্রিম মেখে নিতে হবে। এই ফেসিয়াল মাসে একবার করুন। খুব প্রয়োজনে মাসে দুবার করতে পারেন। ছেলেরাও এই ফেসিয়াল বাড়িতে করতে পারেন। মুখ থেকে যাবতীয় দাগ ছোপও উঠে যাবে এই ফেস প্যাক নিয়মিত ভাবে লাগালে

Next Photo Gallery