Home Remedies: বর্ষায় বাড়ছে পিঁপড়ের উৎপাত, তাড়ানোর জন্য এই সব ঘরোয়া উপায় খুবই কার্যকরী

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Aug 06, 2023 | 9:06 PM

Monsoon Problem: বর্ষাকালে পিঁপড়ে ঠেকাতে বাড়িতে ভিনিগার, লেবুর রস আর জল মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন

1 / 8
বর্ষাকালে বাড়িতে পিঁপড়ের উপদ্রব বাড়ে। লাল বা কালো পিঁপড়ে বেশিরভাগই আমাদের বাড়ি এবং বাগানের মধ্যে বাসা করে।

বর্ষাকালে বাড়িতে পিঁপড়ের উপদ্রব বাড়ে। লাল বা কালো পিঁপড়ে বেশিরভাগই আমাদের বাড়ি এবং বাগানের মধ্যে বাসা করে।

2 / 8
কোনও খাবার বাইরে রাখলেই মুহূর্তের মধ্যে সেখানে পিঁপড়ে ধরে যাচ্ছে। এমনিতে বর্ষাকালে পোকা মাকড়ের উপদ্রব খুব বেশি থাকে।

কোনও খাবার বাইরে রাখলেই মুহূর্তের মধ্যে সেখানে পিঁপড়ে ধরে যাচ্ছে। এমনিতে বর্ষাকালে পোকা মাকড়ের উপদ্রব খুব বেশি থাকে।

3 / 8
সব সময় লক্ষণ গন্ডি কিংবা স্প্রে করলেই যে সমস্যা মিটে যায় এমনটা নয়। সেক্ষেত্রে কাজে লাগান এই সব ঘরোয়া টোটকা। এতে সহজে পিঁপড়ের হাত থেকে রেহাই পাবেন।

সব সময় লক্ষণ গন্ডি কিংবা স্প্রে করলেই যে সমস্যা মিটে যায় এমনটা নয়। সেক্ষেত্রে কাজে লাগান এই সব ঘরোয়া টোটকা। এতে সহজে পিঁপড়ের হাত থেকে রেহাই পাবেন।

4 / 8
এক অংশ ডিশ সাবান এবং দুই অংশ জলের দ্রবণ দিয়ে একটি বোতল পূরণ করুন। যখনই আপনি পিঁপড়ের ঝাঁক দেখতে পাবেন বা ঘরের কোণে বা দেয়ালে দেখেন, তখনই স্প্রে করে দিন।

এক অংশ ডিশ সাবান এবং দুই অংশ জলের দ্রবণ দিয়ে একটি বোতল পূরণ করুন। যখনই আপনি পিঁপড়ের ঝাঁক দেখতে পাবেন বা ঘরের কোণে বা দেয়ালে দেখেন, তখনই স্প্রে করে দিন।

5 / 8
জলের সঙ্গে ভিনিগার ব্যবহার করে কীটনাশক তৈরি করতে পারেন। একটি স্প্রে বোতলে অর্ধেক জল এবং অর্ধেক সাদা ভিনেগারের দ্রবণ মিশিয়ে স্প্রে করুন।

জলের সঙ্গে ভিনিগার ব্যবহার করে কীটনাশক তৈরি করতে পারেন। একটি স্প্রে বোতলে অর্ধেক জল এবং অর্ধেক সাদা ভিনেগারের দ্রবণ মিশিয়ে স্প্রে করুন।

6 / 8
লেবুর রস, ভিনিগার আর জল একসঙ্গে মিশিয়ে একটা স্প্রে বোতলে  ভরে রাখুন। এবার তা পিঁপড়ের গায়ে স্প্রে করলেই পিঁপড়ে দূর হয়ে যাবে।

লেবুর রস, ভিনিগার আর জল একসঙ্গে মিশিয়ে একটা স্প্রে বোতলে ভরে রাখুন। এবার তা পিঁপড়ের গায়ে স্প্রে করলেই পিঁপড়ে দূর হয়ে যাবে।

7 / 8
বোরিক অ্যাসিড পিঁপড়ার জন্য বিষ। এটি খাওয়ার পর পিঁপড়ে মারা যায়। যেখানে পিঁপড়ে বেশি দেখা যায়, সেই জায়গায় ছিটিয়ে দিতে পারেন

বোরিক অ্যাসিড পিঁপড়ার জন্য বিষ। এটি খাওয়ার পর পিঁপড়ে মারা যায়। যেখানে পিঁপড়ে বেশি দেখা যায়, সেই জায়গায় ছিটিয়ে দিতে পারেন

8 / 8
একটা বাটিতে শুকনো লঙ্কা, দারুচিনি আর লেবুর খোসা ঘরের কোণে রাখুন। এতে বাড়িতে পিঁপড়ে কম হবে। প্রয়োজনে এসেনসিয়ল অয়েলও ছড়িয়ে দিতে পারেন।

একটা বাটিতে শুকনো লঙ্কা, দারুচিনি আর লেবুর খোসা ঘরের কোণে রাখুন। এতে বাড়িতে পিঁপড়ে কম হবে। প্রয়োজনে এসেনসিয়ল অয়েলও ছড়িয়ে দিতে পারেন।

Next Photo Gallery