Strawberry Legs: ওয়াক্সিং করে বেড়েছে ‘স্ট্রবেরি লেগ’? পায়ের যত্নে যা কিছু মেনে চলবেন…
TV9 Bangla Digital | Edited By: megha
May 22, 2023 | 4:13 PM
Legs Skin Care: মূলত পায়ে দেখা যায় এই 'স্ট্রবেরি লেগ'। স্ট্রবেরি ফলের গায়ে যেমন গর্ত থাকে, তেমনই দেখায় পায়ের রোমকূপগুলো। মূলত পায়ে ওপেন পোরসকে বলা হয় 'স্ট্রবেরি লেগ'। এতে তেল, ব্যাকটেরিয়া, মরা কোষ জমে এবং কালো ছোট-ছোট দাগ তৈরি হয়।
1 / 8
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিশ্চয়ই 'স্ট্রবেরি লেগ' (Strawberry Legs) শব্দটা শুনেছেন। অনেকে হয়তো এই সমস্যার সম্মুখীনও হয়েছেন। আবার অনেকের কাছে স্পষ্ট নয় এই 'স্ট্রবেরি লেগ'-এর ধারণাটা। তাহলে চলুন জেনে নেওয়া যায়, স্ট্রবেরি লেগ কী এবং এর থেকে রেহাই মিলবে কীভাবে?
2 / 8
মূলত পায়ে দেখা যায় এই 'স্ট্রবেরি লেগ'। স্ট্রবেরি ফলের গায়ে যেমন গর্ত থাকে, তেমনই দেখায় পায়ের রোমকূপগুলো। মূলত পায়ে ওপেন পোরসকে বলা হয় 'স্ট্রবেরি লেগ'। এতে তেল, ব্যাকটেরিয়া, মরা কোষ জমে এবং কালো ছোট-ছোট দাগ তৈরি হয়।
3 / 8
ওয়াক্সিং করলে সবচেয়ে বেশি এই 'স্ট্রবেরি লেগ'-এর সমস্যা দেখা দেয়। রেজারের মাধ্যমে লোম তুললেও এই ধরনের সমস্যা দেখা দেয়। এছাড়া শুষ্ক ত্বকেও এই সমস্যা হয়। হরমোনের ভারসাম্যহীনতা, ব্যাকটেরিয়ার সংক্রমণও অনেক সময় এই 'স্ট্রবেরি লেগ'-এর জন্য দায়ী হয়।
4 / 8
যেহেতু ওয়াক্সিং করলে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়, তাই এক্ষেত্রে সাবধান থাকুন। যখন ওয়াক্সিং করবেন তখন সঠিক দিকে লোম তুলবেন। রেজার ব্যবহার করলেও এই বিষয়টির খেয়াল রাখুন। এতে পুনরায় ভালভাবে লোম গজাবে।
5 / 8
নিয়মিত পা এক্সফোলিয়েট করলে 'স্ট্রবেরি লেগ'-এর সমস্যা সহজেই দূর হয়ে যায়। তবে, অবশ্যই হালকা স্ক্রাব ব্যবহার করবেন, যাতে পায়ের উপর খুব বেশি প্রভাব না পড়ে। বাজার চলতি স্ক্রাবও ব্যবহার করতে পারেন আবার বাড়িতেও বানাতে পারেন বডি স্ক্রাব।
6 / 8
ওটমিল, কফি, শসা, চিনি, অ্যালোভেরা জেল ইত্যাদি উপকরণ ব্যবহার করলে পা স্ক্রাব করতে পারেন। পায়ে এক দিন অন্তর স্ক্রাবার ব্যবহার করতে পারেন। স্ক্রাব ব্যবহারের পর অবশ্যই ময়েশ্চাইজার ব্যবহার করবেন।
7 / 8
স্নানের পর পায়ে অবশ্যই বডি লোশন বা ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। ত্বক হাইড্রেটেড থাকলে এই ধরনের সমস্যা সহজেই কমে যায়। এর পাশাপাশি আঁটোসাঁটো পোশাক পরবেন না। এতে 'স্ট্রবেরি লেগ'-এর সমস্যা বাড়ে।
8 / 8
পায়ের যত্নে স্যালিসিলিক অ্যাসিড যুক্ত পণ্য ব্যবহার করুন। স্যালিসিলিক অ্যাসিড হল এক ধরনের বিটা-হাইড্রএক্সি অ্যাসিড, যা ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। আপনি সপ্তাহে দু'বার স্যালিসিলিক অ্যাসিড যুক্ত বডি ওয়াশ ব্যবহার করতে পারেন।