Stretch Marks: পেটে কোমরে স্ট্রেচ মার্কস? সমস্যার সমাধান ঘরের উঠোনের গাছেই

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 12, 2023 | 2:17 PM

Strech Marks Care: এছাড়া অ্যালোভেরার সঙ্গে ভিটামিন ই তেল মেশালেও কাজ হবে। কয়েক চামচ অ্যালোভেরা জেল নিয়ে তাতে ভিটামিন ই তেল মেশান। এই অভ্যাস কয়েক সপ্তাহ মেনে চললেই দূর হবে স্ট্রেচ মার্কসের সমস্যা।

1 / 8
গর্ভাবস্থায় স্ট্রেচ মার্কসের সমস্যা ভীষণই সাধারণ। শুধু গর্ভাবস্থাতেই নয়,  অনেক সময় মোটা থেকে রোগা হয়ে গেলেও এই সমস্যা দেখা দেয়।

গর্ভাবস্থায় স্ট্রেচ মার্কসের সমস্যা ভীষণই সাধারণ। শুধু গর্ভাবস্থাতেই নয়, অনেক সময় মোটা থেকে রোগা হয়ে গেলেও এই সমস্যা দেখা দেয়।

2 / 8
পেট, কোমর, বাহু এসব চর্বিযুক্ত জায়গায় বিশেষ করে এই ধরনের স্ট্রেচ মার্কস দেখা দেয়। তবে শরীরের অন্যান্য অংশেও এই দাগ দেখা যেতে পারে।

পেট, কোমর, বাহু এসব চর্বিযুক্ত জায়গায় বিশেষ করে এই ধরনের স্ট্রেচ মার্কস দেখা দেয়। তবে শরীরের অন্যান্য অংশেও এই দাগ দেখা যেতে পারে।

3 / 8
এই সমস্যা থেকে মুক্তি পাবেন কী করে? এর কিছু ঘরোয়া উপায় রয়েছে। জানুন কীভাবে যত্ন নিলে কাজ হবে...

এই সমস্যা থেকে মুক্তি পাবেন কী করে? এর কিছু ঘরোয়া উপায় রয়েছে। জানুন কীভাবে যত্ন নিলে কাজ হবে...

4 / 8
স্ট্রেচ মার্কসের সমস্যায় ম্যাজিকের মতো কাজ করে অ্যালোভেরা। এক চামচ অ্যালোভেরা জেল নিন। তা নিয়ে স্ট্রেচ মার্কসের উপর মালিশ করে নিন। ফল পাবেন।

স্ট্রেচ মার্কসের সমস্যায় ম্যাজিকের মতো কাজ করে অ্যালোভেরা। এক চামচ অ্যালোভেরা জেল নিন। তা নিয়ে স্ট্রেচ মার্কসের উপর মালিশ করে নিন। ফল পাবেন।

5 / 8
আরও ব্যবহার করতে পারেন অ্যালোভেরার সঙ্গে নারকেল তেল। এক চামচ অ্যালোভেরা জেল নিন তাতে কয়েক ফোঁটা নারকেল তেল মেশান। এবার তা দিয়ে মালিশ করুন।

আরও ব্যবহার করতে পারেন অ্যালোভেরার সঙ্গে নারকেল তেল। এক চামচ অ্যালোভেরা জেল নিন তাতে কয়েক ফোঁটা নারকেল তেল মেশান। এবার তা দিয়ে মালিশ করুন।

6 / 8
এছাড়া অ্যালোভেরার সঙ্গে ভিটামিন ই তেল মেশালেও কাজ হবে। কয়েক চামচ অ্যালোভেরা জেল নিয়ে তাতে ভিটামিন ই তেল মেশান। এই অভ্যাস কয়েক সপ্তাহ মেনে চললেই দূর হবে স্ট্রেচ মার্কসের সমস্যা।

এছাড়া অ্যালোভেরার সঙ্গে ভিটামিন ই তেল মেশালেও কাজ হবে। কয়েক চামচ অ্যালোভেরা জেল নিয়ে তাতে ভিটামিন ই তেল মেশান। এই অভ্যাস কয়েক সপ্তাহ মেনে চললেই দূর হবে স্ট্রেচ মার্কসের সমস্যা।

7 / 8
অ্যালোভেরার সঙ্গে কফি পাউডারও মেশাতে পারেন। একইভাবে অ্যালোভেরা জেলের সঙ্গে কফি পাউডার মেশান। তা দিয়ে মালিশ করুন

অ্যালোভেরার সঙ্গে কফি পাউডারও মেশাতে পারেন। একইভাবে অ্যালোভেরা জেলের সঙ্গে কফি পাউডার মেশান। তা দিয়ে মালিশ করুন

8 / 8
এক্ষেত্রে ভীষণ কার্যকরী লেবুর রসও। তবে শুধু ব্য়বহার করলে হবে না। অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে ব্য়বহার করুন। কাজ হবে।

এক্ষেত্রে ভীষণ কার্যকরী লেবুর রসও। তবে শুধু ব্য়বহার করলে হবে না। অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে ব্য়বহার করুন। কাজ হবে।

Next Photo Gallery