Underarms Care: ওয়াক্সিংই যথেষ্ট নয়, বগলের কালো ছোপ দূর করতে এই ৫ টিপস মানতেই হবে

Underarms-Skin Care: আন্ডারআর্মসের খেয়াল রাখতে গেলে শুধু লোম তুললে বা ওয়াক্সিং করলে চলবে না। যথাযথ যত্ন নিতে হবে। তবে, এড়াতে পারবেন আন্ডারআর্মসের কালো ছোপ। এর জন্য আপনাকে মানতে হবে সহজ টিপস।

| Edited By: megha

Jul 20, 2023 | 1:52 PM

1 / 8
স্লিভলেস জামাকাপড় পরলেই মনে পড়ে আন্ডারআর্মসের কথা। নির্দিষ্ট সময় অন্তর ওয়াক্সিং করানো ছাড়া অনেকেই আন্ডারআর্মসের যত্ন নেন না। ফলত কালচে ছোপ পড়ে বগলে।

স্লিভলেস জামাকাপড় পরলেই মনে পড়ে আন্ডারআর্মসের কথা। নির্দিষ্ট সময় অন্তর ওয়াক্সিং করানো ছাড়া অনেকেই আন্ডারআর্মসের যত্ন নেন না। ফলত কালচে ছোপ পড়ে বগলে।

2 / 8
আন্ডারআর্মস একবার কালো হয়ে গেলে, সেই দাগ সহজে দূর করা যায় না। আর যদি রেজ়ার ব্যবহার করে আন্ডারআর্মসের লোম তোলেন, তাহলে এ সমস্যা আরও বাড়ে।

আন্ডারআর্মস একবার কালো হয়ে গেলে, সেই দাগ সহজে দূর করা যায় না। আর যদি রেজ়ার ব্যবহার করে আন্ডারআর্মসের লোম তোলেন, তাহলে এ সমস্যা আরও বাড়ে।

3 / 8
আন্ডারআর্মসের খেয়াল রাখতে গেলে শুধু লোম তুললে বা ওয়াক্সিং করলে চলবে না। যথাযথ যত্ন নিতে হবে। তবে, এড়াতে পারবেন আন্ডারআর্মসের কালো ছোপ।

আন্ডারআর্মসের খেয়াল রাখতে গেলে শুধু লোম তুললে বা ওয়াক্সিং করলে চলবে না। যথাযথ যত্ন নিতে হবে। তবে, এড়াতে পারবেন আন্ডারআর্মসের কালো ছোপ।

4 / 8
নির্দিষ্ট সময় অন্তর অবশ্যই ওয়াক্সিং করবেন। আন্ডারআর্মসে রেজ়ার ব্যবহার না করাই ভাল। ওয়াক্সিং করানোর পর অ্যালোভেরা জেল বা টি ট্রি অয়েল লাগিয়ে নিন বগলে। এতে র‍্যাশ থেকে মুক্তি পাবেন।

নির্দিষ্ট সময় অন্তর অবশ্যই ওয়াক্সিং করবেন। আন্ডারআর্মসে রেজ়ার ব্যবহার না করাই ভাল। ওয়াক্সিং করানোর পর অ্যালোভেরা জেল বা টি ট্রি অয়েল লাগিয়ে নিন বগলে। এতে র‍্যাশ থেকে মুক্তি পাবেন।

5 / 8
যদি রেজ়ার ব্যবহার করেন, তাহলে ভুলেও শুষ্ক ত্বকের উপর এটি ব্যবহার না। আন্ডারআর্মসে শাওয়ার জেল বা ফোমিং ওয়াশ লাগিয়ে নিন। লোমের বৃদ্ধির বিপরীত দিকে রেজ়ার টানুন। এরপরও অ্যালোভেরা জেল লাগিয়ে নেবেন।

যদি রেজ়ার ব্যবহার করেন, তাহলে ভুলেও শুষ্ক ত্বকের উপর এটি ব্যবহার না। আন্ডারআর্মসে শাওয়ার জেল বা ফোমিং ওয়াশ লাগিয়ে নিন। লোমের বৃদ্ধির বিপরীত দিকে রেজ়ার টানুন। এরপরও অ্যালোভেরা জেল লাগিয়ে নেবেন।

6 / 8
স্লিভলেস পোশাক পরুন বা না পরুন, প্রতিদিন আন্ডারআর্মসে রোল-অন ব্যবহার করুন। রোল-অন আপনার বগলে মসৃণ এফেক্ট এনে দেয়। 

স্লিভলেস পোশাক পরুন বা না পরুন, প্রতিদিন আন্ডারআর্মসে রোল-অন ব্যবহার করুন। রোল-অন আপনার বগলে মসৃণ এফেক্ট এনে দেয়। 

7 / 8
আন্ডারআর্মসেও ময়েশ্চারাইজার মাখুন। ময়েশ্চারাইজার আন্ডারআর্মসকে হাইড্রেটেড ও মোলায়েম রাখতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে।

আন্ডারআর্মসেও ময়েশ্চারাইজার মাখুন। ময়েশ্চারাইজার আন্ডারআর্মসকে হাইড্রেটেড ও মোলায়েম রাখতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে।

8 / 8
আন্ডারআর্মস এক্সফোলিয়েট করতে ভুলবেন না। প্রতিদিন স্নানের সময় লোফার ব্যবহার করতে পারেন। এছাড়াও বডি স্ক্রাব ব্যবহার করে আন্ডারআর্মস এক্সফোলিয়েট করতে পারেন। 

আন্ডারআর্মস এক্সফোলিয়েট করতে ভুলবেন না। প্রতিদিন স্নানের সময় লোফার ব্যবহার করতে পারেন। এছাড়াও বডি স্ক্রাব ব্যবহার করে আন্ডারআর্মস এক্সফোলিয়েট করতে পারেন।