Kitchen Tips: এভাবে ফ্রিজে ঢেঁড়শ রাখলে একসপ্তাহ পর্যন্ত ঠিক থাকবে, শুকিয়ে যাওয়ার সম্ভাবনা নেই
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Nov 07, 2023 | 7:29 AM
How to store Okra At Fridge: দাম দিয়ে ঢেঁড়স কিনে যদি নষ্ট হয়ে যায় তাহলে মন খারাপ হয়ে যায়। আসলে এই সবজি দু দিন ফ্রিজে বা বাইরে রাখলে, তারপর শুকিয়ে যায় বা আঠালো হয়ে যায়
1 / 8
আজকালকার লাইফস্টাইলে প্রায় সব্বাই সারা সপ্তাহের সবজি কিনে ফ্রিজে রেখে দেন। এতে যেমন সময় বাঁচে তেমনই সাশ্রয়ও হয়। কিন্তু সমস্যা হল, শেষের দিকে সবজিগুলো প্রায়ই শুকিয়ে যায়। বিশেষ করে ঢেঁড়স!
2 / 8
দাম দিয়ে ঢেঁড়স কিনে যদি নষ্ট হয়ে যায় তাহলে মন খারাপ হয়ে যায়। আসলে এই সবজি দু দিন ফ্রিজে বা বাইরে রাখলে, তারপর শুকিয়ে যায় বা আঠালো হয়ে যায়
3 / 8
যদি বেশি পরিমাণে ঢেঁড়স কিনে আনেন তবে সেগুলি সংরক্ষণ করার সঠিক উপায় জানা থাকলে নষ্ট হওয়া থেকে রোধ করতে পারবেন। রইল সবুজ ও টাটকা রাখার সহজ টিপস...
4 / 8
ঢেঁড়সকে দীর্ঘ সময়ের জন্য সতেজ রাখতে চান, তবে কেনার সময় জানতে হবে কিছু টিপস। যে ঢেঁড়স নরম সেগুলিই কিনুন। এতে খুব বেশি বীজ থাকে না
5 / 8
বাজার থেকে ঢেঁড়স কিনে এনে সোজা ফ্রিজে নয়। একসঙ্গে থাকার ফলে দ্রুত পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অল্প অল্প করে একেকটা খবরের কাগজে মুড়িয়ে তবেই ফ্রিজে রাখতে হবে
6 / 8
আর্দ্রতা থেকে দূরে রাখতে হবে। তাই বাজার থেকে কিনে এনে প্রথমে কাগজে বিছিয়ে ভালো করে শুকিয়ে নিন। এর পর ফ্রিজে রেখে দিন
7 / 8
অন্য কোনও সবজি অথবা ফলের সঙ্গে রাখবেন না ঢেঁড়স। সব সময় আলাদা জায়গায় রেখে দিন এই সবজি। এমনকি ফ্রিজে রাখলেও আলাদাভাবেই রাখুন
8 / 8
পলিথিন বা সবজির ব্যাগে ভরে রাখলে ভালো থাকে দীর্ঘদিন। আপনি যদি পলিথিনে রাখেন তবে ১-২ টি ছিদ্র করে নিন।ভেজা বা স্যাঁতসেঁতে জায়গায় রাখলে খুব তাড়াতাড়ি পচে যায় ঢেঁড়স। তাই যেখানে ঢেঁড়স রাখবেন, সেখানে যেন জল না লাগে