
অনেকেই হাতা কাটা ব্লাউজ, টপ বা কুর্তি পরতে পছন্দ করেন। তবে এই ইচ্ছের বিরুদ্ধে বাঁধা হয়ে দাঁড়ায় বগলের কালো দাগ।

বগলে গাঢ় কালো দাগ দেখা যায়। অনেক কসরত করেও তা তোলা সম্ভব হয় না। আপনারও কি এই ধরেনর কালো দাগ রয়েছে? তবে রইল কিছু ঘরোয়া উপায়..

বগলের কালো দাগ তুলতে সাহায্য করে পাতিলেবু। এতে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে।

যা কালো ছোপ তুলতে সাহায্য করে। এক টুকরো লেবু নিয়ে বগলে ঘষে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

এছাড়া ব্যবহার করতে পারেন বেকিং সোডাও। সামান্য জলে বেকিং সোডা গুলে নিন। এরপর তা গুলে বগলে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

বেকিং সোডা ও নারকেল তেল মিশিয়ে ব্যবহার করলেও কাজ হবে। বেকিং সোডা নারকেল তেল দিয়ে গুলে বগলে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

এছাড়া ব্যবহার করতে পারেন বেকিং সোডা ও দুধ। বেকিং সোডার সঙ্গে দুধ মিশিয়ে স্ক্রাব করে নিন। ফল পাবেন।

বেকিং সোডা ও মধু ব্যবহার করলেও দারুণ ফল পাবেন। একইভাবে বেকিং সোডার সঙ্গে মধু মিশিয়ে বগলে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ফল পাবেন।