চিকেন ফ্রাই KFC-র মতো মুচমুচে বানাতে চান? রইল ‘গোপন’ রেসিপি
Crisp Chicken Fry Recipe: চিকেন ফ্রাইয়ের কথা বললে কেএফসি-র নাম আসে প্রথম সারিতে। এই সংস্থার মুচমুচে চিকেন ফ্রাই বিশ্বব্যাপীর রসনাতৃপ্ত করছে বছরের পর বছর ধরে। কিন্তু বাড়িতেও আপনি বানিয়ে ফেলতে পারেন কেএফসি-র মতো মচমুচে চিকেন ফ্রাই। জানুন কীভাবে তা করবেন।
1 / 8
চিকেন এই মুহূর্তে বিশ্বের জনপ্রিয় খাবারগুলির মধ্যে অন্যতম। ছোট থেকে বড়- সব বয়সের মানুষরাই তা খেতে ভালোবাসেন।
2 / 8
চিকেন ফ্রাইয়ের কথা বললে কেএফসি-র নাম আসে প্রথম সারিতে। এই সংস্থার মুচমুচে চিকেন ফ্রাই বিশ্বব্যাপীর রসনাতৃপ্ত করছে বছরের পর বছর ধরে।
3 / 8
কিন্তু বাড়িতেও আপনি বানিয়ে ফেলতে পারেন কেএফসি-র মতো মচমুচে চিকেন ফ্রাই। জানুন কীভাবে তা করবেন।
4 / 8
দুধ-ডিমের তরলে ভিজিয়ে তাতে ময়দা মাখিয়ে ব্রেডিং করা হয় কেএফসির চিকেন। তার আগে ১১ রকমের মসলা দিয়ে চিকেনের টুকরাগুলোকে মেরিনেট করা হয়, যা একে অনন্য স্বাদ দেয়।
5 / 8
এই মশলার মধ্যে রয়েছে লবণ, সাদা গোলমরিচ, গোলমরিচ, পুদিনার রস, বিট লবণ, সর্ষে, গার্লিক সল্ট, আধাবাঁটা, ওরিগানো, পাপরিকা এবং থাইম।
6 / 8
ব্রেডিং করার সঙ্গে সঙ্গেই ভেজে নিন। ব্রেডিং করার অনেকক্ষণ পর ভাজলে উপরের আস্তরণ চিকেন থেকে আলাদা হয়ে পড়ে। তাতে মুচমুচে ভাব চলে যেতে পারে।
7 / 8
চিকেন ভাজতে উচ্চ তাপমাত্রার শক্তিশালী ফ্রায়ার ব্যবহার করুন। যাতে ভাজাকে আরও মুচমুচে করে তোলে।
8 / 8
চিকেন ভাজার পরই খাওয়া শুরু করে দেবেন না। ভাজার পর নির্দিষ্ট তাপমাত্রায় তা কিছুক্ষণ রেখে দিন। তার পর পরিবেশন করুন।