Lauki Bharta Recipe: গরমে লাউ ডাল বা ঘণ্ট তো অনেক খেলেন, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন লাউ ভর্তা, রইল রেসিপি
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jun 09, 2023 | 6:25 PM
Bengali Recipe At Home: বহুগুণ সম্পন্ন এই সবজিতে প্রচুর পরিমাণে জল এবং খনিজ রয়েছে।যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এছাড়া,লাউ হার্টের জন্যও বেশ উপকারি এবং ঘুমের সমস্যা কমাতেও সাহায্য করে।
1 / 8
স্বাস্থ্যকর সবজির মধ্যে অন্যতম হল লাউ। গরমকালে শরীর ঠান্ডা রাখতে এই সবজির জুড়ি মেলা ভার। তাই গরমের দিনে অনেক বাড়িতেই লাউয়ের ঘণ্ট কিংবা লাউ ডাল খাওয়ার চল রয়েছে।
2 / 8
বহুগুণ সম্পন্ন এই সবজিতে প্রচুর পরিমাণে জল এবং খনিজ রয়েছে।যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এছাড়া,লাউ হার্টের জন্যও বেশ উপকারি এবং ঘুমের সমস্যা কমাতেও সাহায্য করে।
3 / 8
গরমে লাউ ডাল, ঘন্ট, লাউ চিংড়ি তো অনেক খেলেন। অবার স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন লাউ পাতার ভর্তা। কীভাবে বানাবেন ভাবছেন তো? রইল রেসিপি...
4 / 8
এটি বানাতে লাগবে ৫-৬ টি লাউপাতা, ৩-৪ টি কাঁচা লঙ্কা, ২ টো শুকনো লঙ্কা, পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও রসুন কুচু। নুন ও মিষ্টি স্বাদমতো ও সর্ষের তেল।
5 / 8
প্রথমেই একটি পাত্রে জল গরম করতে দিন। জলে ফুটে গেলে তাতে ধুয়ে রাখা লাউ পাতা দিয়ে ভাল করে ভাপিয়ে নিন। পাতা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন।
6 / 8
এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিন। তেল গরম হলে তাতে শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নিনষ। ওই তেলেই পেঁয়াজ এবং রসুন কুচি যোগ করুন।
7 / 8
এরপর একটি পাত্রে ভাজা কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা, ভাজা পেঁয়াজ ও রসুন কুচির সঙ্গে সেদ্ধ লাউ পাতাগুলি দিয়ে ভাল করে চটকে মেখে নিন।
8 / 8
চাইলে এতে এক চিমটে চিনিও দিতে পারেন এতে স্বাদ ভাল হয়। ব্যস তৈরি আপনার লাউপাতার ভর্তা। গরম-গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।